উৎসব-অনুষ্ঠান দেউলপুর শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাব্রত সংঘ, হাওড়া : গত ১ ডিসেম্বর ২০২২ নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও শ্রীরামকৃষ্ণদেবের মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা করেন স্বামী দিব্যানন্দজী মহারাজ। এই উপলক্ষে গত ৪ ডিসেম্বর ভক্তসম্মেলন ও নরনারায়ণসেবা, ১১ ডিসেম্বর বস্ত্র ও কম্বল বিতরণ এবং সাধুসেবা অনুষ্ঠিত হয়। নরনারায়ণসেবায় ৮,০০০ মানুষ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২ ডিসেম্বর স্বামী দিব্যানন্দজী মহারাজ ১৩০ জন দীক্ষার্থীকে মন্ত্রদীক্ষা প্রদান করেন। রতনপুর মা সারদা পল্লিমঙ্গল সমিতি, বাঁকুড়া : গত ১৫ ডিসেম্বর ২০২২ বিশেষ পূজা, ভক্তিগীতি, বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর জন্মতিথি ও বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী আরাধ্যানন্দ, স্বামী অমৃতপূর্ণাত্মানন্দ ও সম্পাদক সমীরণ মজুমদার। ৫০ জন দুঃস্থ মানুষকে কম্বল এবং ৬০০ দুঃস্থ মহিলাকে শাড়ি প্রদান করা হয়। প্রায় ৩,০০০ ভক্ত প্রসাদ পান। আড়ংঘাটা শ্রীশ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সংঘ, নদিয়া : গত ১৫ ডিসেম্বর ২০২২ পূজা, পাঠ, ভজন, কীর্তন, আলোচনা প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথি পালিত হয়। প্রায় ৫৫০ জন ভক্ত বসে প্রসাদ পান। হরিপাল চকচণ্ডীনগর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, হুগলি : গত ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২২ পূজা, পাঠ, সংগীত প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর আবির্ভাব- উৎসব পালিত হয়। উপস্থিত ছিলেন স্বামী পূর্ণব্রহ্মানন্দ, প্রব্রাজিকা সর্বাত্মপ্রাণা ও প্রাক্তন বিচারপতি সমীরকুমার নিয়োগী। প্রায় ১৫০ জন মানুষকে কম্বল ও মশারি এবং ৫৬ জন ছাত্রছাত্রীকে জ্যাকেট প্রদান করা হয়। প্রায় ৬৮০ জন ভক্ত বসে প্রসাদ পান।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹80/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in