উৎসব-অনুষ্ঠান

ঘাটাল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, পশ্চিম মেদিনীপুর : গত ২৬ জুন ২০২২ রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপল‌ক্ষে একটি ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বোধসারানন্দ, স্বামী সুপর্ণানন্দ, স্বামী সর্বলোকানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, ডঃ বন্দিতা ভট্টাচার্য ও গোপেন্দ্র চৌধুরী। এই অনুষ্ঠানে স্বামী বোধসারানন্দ সাঁকো গ্রন্থটি প্রকাশ করেন। প্রায় চার শতাধিক ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবাসমিতি : গত ২৬-২৭ জুলাই ২০২২ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপল‌ক্ষে যথাক্রমে ভক্ত ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী শ্রুতিসারানন্দ, স্বামী মায়াধীশানন্দ, স্বামী বেদপুরুষানন্দ, স্বামী ব্রহ্মেশ্বরানন্দ ও স্বামী তত্ত্বাতীতানন্দ। ভক্তসম্মেলনে ২০০ ভক্ত ও যুবসম্মেলনে ১৪০ জন যুবপ্রতিনিধি অংশগ্রহণ করেন। যুবপ্রতিনিধিদের বই, কলম ইত্যাদি উপহার দেওয়া হয়।

সোনামুখী শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রম, বাঁকুড়া : গত ১৭-১৮ অগস্ট ২০২২ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাক্রমে ভক্ত ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী মুক্তিপ্রদানন্দ, স্বামী অমলাত্মানন্দ ও স্বামী বেদস্বরূপানন্দ। ভক্তসম্মেলনে ১৫০ জন ভক্ত এবং যুবসম্মেলনে ২৫০ জন যুবপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও ১৭ তারিখ অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৩৩ জন রক্ত দেন।
দেহত্যাগ

তারিখ নাম নিবাস বয়স দী‌ক্ষাগুরু
৩১.০৩.২২ শিপ্রা বেরা তমলুক, পূর্ব মেদিনীপুর ৬৬ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ
১৪.০৫.২২ সুনীল ভট্টাচার্য বসিরহাট, উত্তর ২৪ পরগনা ৭২ শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজ
০১.০৬.২২ আরতি ঘোষ চুঁচুড়া, হুগলি ৮৮ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ
০৬.০৬.২২ ডঃ জ্যোতির্ময় চক্রবর্তী হায়দরাবাদ, তেলেঙ্গানা ৮৫ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজ
০৯.০৬.২২ ছবি চ্যাটার্জি ডোমজুড়, হাওড়া ৭৫ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজ
১৮.০৬.২২ বাণী রায় চিত্তরঞ্জন পার্ক, নিউ দিল্লি ৯২ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ
৩০.০৬.২২ উমা চক্রবর্তী ঢাকুরিয়া, কলকাতা ৭০ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজী মহারাজ
০২.০৭.২২ মঞ্জু মুখার্জি খড়গপুর, মেদিনীপুর ৭৬ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ
১২.০৭.২২ অনিতা দত্ত বসিরহাট, উত্তর ২৪ পরগনা ৬৮ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ
১৮.০৭.২২ গৌরী সমাজদার দিনহাটা, কোচবিহার ৮৪ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজী মহারাজ
১৯.০৭.২২ দীপালি ভট্টাচার্য বারাসত, উত্তর ২৪ পরগনা ৮৭ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ
২৩.০৭.২২ আরতি নাথ সোনারপুর, কলকাতা ৯০ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজী মহারাজ