গত ২ অগস্ট ২০২৪ বিশেষ পূজা, সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে আশ্রমের প্রতিষ্ঠাদিবস
ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতি, ঝাড়গ্রাম : গত ২ অগস্ট ২০২৪ বিশেষ পূজা, সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে আশ্রমের প্রতিষ্ঠাদিবস পালন ও ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগত-ভাষণ দেন সভাপতি ডাঃ নিত্যরঞ্জন দাস। ভাষণ দেন স্বামী প্রার্থনানন্দ, স্বামী একেশানন্দ ও স্বামী ব্রহ্মেশ্বরানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ১৬০ জন ভক্ত বসে প্রসাদ পান। দেউলপুর শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাব্রত সঙ্ঘ, হাওড়া : গত ১১ অগস্ট ২০২৪ পাঠ, আলোচনা, প্রশ্নোত্তর-পর্ব প্রভৃতির মাধ্যমে যুব ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুবসম্মেলনে ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ ও তরুণ গোস্বামী। ২৩০ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মাতৃসম্মেলনে ভাষণ দেন প্রব্রাজিকা তন্ময়প্রাণা, বন্দিতা ভট্টাচার্য ও পিয়াসী সেন বাগচী। ৩৫০ জন ভক্ত মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
