শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে পশ্চিম বর্ধমান-বাঁকুড়া রামকৃষ্ণ বিবেকানন্দ
রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ, পশ্চিম বর্ধমান-বাঁকুড়া : গত ৩০ জুন পশ্চিম বর্ধমানের মুঁদিয়াড়া শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে পশ্চিম বর্ধমান-বাঁকুড়া রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ২৯তম অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী মুক্তিপ্রদানন্দ, স্বামী কৃত্তিবাসানন্দ, স্বামী অমলাত্মানন্দ, স্বামী সোমাত্মানন্দ ও স্বামী ঈশব্রতানন্দ। এই অনুষ্ঠানে ৩০টি সদস্য আশ্রমের ২৪জন যুবপ্রতিনিধি-সহ মোট ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, দিল্লি রোড, সুগন্ধা মোড়, হুগলি : গত ৭ জুলাই পুণ্য রথযাত্রার দিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। এই উপলক্ষে সারাদিনব্যাপী কথা ও গানে কথামৃত, ভক্তিগীতি, ধর্মসভা, সাধুসেবা, শ্যামাসংগীত, বাউলগান, যাত্রাপালা প্রভৃতি অনুষ্ঠিত হয়। ৬০ জনের অধিক সন্ন্যাসী ও ব্রহ্মচারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় ৪৫০০ ভক্ত বসে ও ২০০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, চৌবেড়িয়া, উত্তর ২৪ পরগনা : গত ১৪ জুলাই মনঃসংযোগ, স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী এবং চরিত্রগঠন বিষয়ে আলোচনা প্রভৃতির মাধ্যমে নিজস্ব ভবনে সারাদিনব্যাপী যুবশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী বেদানুরাগানন্দ, অভিজিৎ ঘোষ, সুধীর বিশ্বাস, সাধন দাশ ও ডঃ তুহিন চ্যাটার্জি। ৩১২জন প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও বৈকালিক অনুষ্ঠানে প্রায় ১০০ স্থানীয় মানুষ উপস্থিত ছিল।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in