গত ১২ ও ১৬ মার্চ ২০২৪ বিশেষ পূজা, পাঠ, গীতি-আলেখ্য, বাউলগান,

হরিপাল চকচণ্ডীনগর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, হুগলি : গত ১২ ও ১৬ মার্চ ২০২৪ বিশেষ পূজা, পাঠ, গীতি-আলেখ্য, বাউলগান, নৃত্য, বার্ষিক পত্রিকা তুরীয় প্রকাশ প্রভৃতির মাধ্যমে যথাক্রমে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি ও বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বলভদ্রানন্দ, স্বামী বশিষ্ঠানন্দ ও সমীর কুমার নিয়োগী। প্রায় ৭০০ ভক্ত বসে প্রসাদ পান। গাঁতি বামুনিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, দেউলি, দ‌ক্ষিণ ২৪ পরগনা : গত ১৭ মার্চ ২০২৪ প্রভাতফেরি, বিশেষ পূজা, পাঠ, পদাবলি কীর্তন, ভক্তিগীতি, ব্রতচারী নৃত্য প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বিনির্মলানন্দ, স্বামী অম্বিকেশানন্দ, ডঃ বন্দনা সেন ও সুমন ভট্টাচার্য। প্রায় ২৫০০ ভক্ত বসে প্রসাদ পান। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, কৈয়ড়, পূর্ব বর্ধমান : গত ২৪ মার্চ ২০২৪ প্রভাতফেরি, বিশেষ পূজা, পাঠ প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ও বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী অজেয়ানন্দ ও সম্পাদক রামকৃষ্ণ নাগ। প্রায় ২২০০ ভক্ত বসে প্রসাদ পান। নবাসন শ্রীরামকৃষ্ণ সারদা মঠ ও আশ্রম, হাওড়া : গত ১৬ এপ্রিল ২০২৪ ভক্তিগীতি, গীতি-আলেখ্য প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী সর্ববিদানন্দ। প্রায় ১৫০০ ভক্ত প্রসাদ পান। বেলঘরিয়া শ্রীসারদা রামকৃষ্ণ মিলন তীর্থ, কলকাতা : গত ১ মে ২০২৪ বিশেষ পূজা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে সংঘের প্রতিষ্ঠাদিবস পালিত হয়। ভাষণ দেন বলরামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ২৫০ ভক্ত প্রসাদ পান। গত ২২ জুন বিশেষ পূজা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে মন্দিরগৃহ উদ্বোধন ও জগন্নাথদেবের প্রতিষ্ঠার একাদশতম বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী একব্রতানন্দ ও বলরামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০০ ভক্ত প্রসাদ পান। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, কলকাতা : গত ১০—১২ মে ২০২৪ মনঃসংযোগ, পতাকা উত্তোলন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রপ্রদর্শনী প্রভৃতির মাধ্যমে শিয়ালদহের গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস হাইস্কুল ফর বয়েজ-এ কলকাতা ও দ‌ক্ষিণ চব্বিশ পরগনার আঞ্চলিক যুবশি‌ক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও ভাষণ প্রদান করেন স্বামী কৃষ্ণনাথানন্দ। ৩২২ জন শি‌ক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করে। জালালশি মা সারদা বয়স্ক সহায়তা কেন্দ্র, হাওড়া : গত ১৫ মে ২০২৪ ভক্তসম্মেলন, চিকিৎসা...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in