ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ, স্বামী মহাপ্রজ্ঞানন্দ, প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা
ন’পাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, উত্তর ২৪ পরগনা : গত ১০ মার্চ ২০২৪ শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, ভজন প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ, স্বামী মহাপ্রজ্ঞানন্দ, প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা ও স্বরলিপি ঘোষ। কথায় ও গানে ‘শাস্ত্র আলোকে শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণ’ পরিবেশন করেন ডঃ পল্লবী বসু দত্ত। শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র, পলাশন, পূর্ব বর্ধমান : গত ১২ মার্চ ২০২৪ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পালিত হয়। ভাষণ দেন স্বামী তৎকৃপানন্দ, জয়রামবাটী সারদা-রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী শিবরূপানন্দ প্রমুখ। প্রায় ৮,০০০ ভক্ত বসে প্রসাদ পান। যাত্রাপালা ‘ওগো বিষ্ণুপ্রিয়া’ অনুষ্ঠিত হয়।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
