আলোচনা প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগত ও সমাপ্তি ভাষণ
উৎসব-অনুষ্ঠান বিষ্ণুপুর বিবেকানন্দ চিন্তন ও সেবা সমিতি, বাঁকুড়া : গত ২১ জানুয়ারি ২০২৪ সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগত ও সমাপ্তি ভাষণ প্রদান করেন যথাক্রমে সম্পাদক নিমাইকুমার মুখার্জি ও সভাপতি তিমিরবরণ কোলে। ভাষণ দেন স্বামী কৃত্তিবাসানন্দ ও স্বপন বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। শিয়াখালা শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, হুগলি : গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ প্রভাতফেরি, পাঠ, বিশেষ পূজা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ভক্তিগীতি, ত্রিস্মরণ পত্রিকা প্রকাশ প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বশিষ্ঠানন্দ, স্বামী সর্ববিদানন্দ, অরিজিৎ সরকার, স্বপন মুখার্জি প্রমুখ। প্রায় ৪০০ ভক্ত বসে প্রসাদ পান। সীতারামপুর রামকৃষ্ণ সারদা সংঘ, পশ্চিম বর্ধমান : গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ নবনির্মিত শ্রীরামকৃষ্ণ-মন্দিরের দ্বারোদ্ঘাটন ও আশীর্বাণী প্রদান করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। এই উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত-ভাষণ দেন সভাপতি বিদেশ মিত্র। ভাষণ দেন স্বামী সনকানন্দ, স্বামী মুক্তিপ্রদানন্দ, স্বামী সোমাত্মানন্দ ও তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সাধুসেবার আয়োজন করা হয়। সন্ধ্যায় আয়োজিত ভক্তসম্মেলনে ভাষণ দেন পুুরুলিয়া ‘কল্যাণ’-এর সম্পাদক স্বামী ভাস্করানন্দ, স্বপন বন্দ্যোপাধ্যায় ও জীবন বন্দ্যোপাধ্যায়। ১২ ফেব্রুয়ারি ভক্তিগীতি, নরনারায়ণ সেবা প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হয়। এদিন দুপুরে ৩৫০০ ভক্ত প্রসাদ পান।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in