শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচার্ড, পূর্ব মেদিনীপুর : গত ১২ জানুয়ারি ২০২৪ সংগীত,

উৎসব-অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচার্ড, পূর্ব মেদিনীপুর : গত ১২ জানুয়ারি ২০২৪ সংগীত, আলোচনা, প্রশ্নোত্তরপর্ব প্রভৃতির মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। ভাষণ দেন শক্তিপদ ত্রিপাঠী। প্রায় ১০০ ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ ও ৩ জানুয়ারি যথাক্রমে অনুষ্ঠিত কল্পতরু উৎসব ও শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথি উপল‌ক্ষে প্রায় ২০০ জন করে ভক্ত প্রসাদ পান। শ্রীশ্রীরামকৃষ্ণ সারদামণি আশ্রম, খেপুত, পশ্চিম মেদিনীপুর : গত ১২ জানুয়ারি ২০২৪ অঙ্কন, বক্তৃতা, সংগীত, যেমন খুশি সাজো, যোগব্যায়াম, আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। মোট ৬৫ জন সফল প্রতিযোগীকে শংসাপত্র, জ্যামিতি-বাক্স ও স্বামীজীর আহ্বান পুস্তিকা পুরস্কারস্বরূপ প্রদান করা হয়। এদিন দুঃস্থ মানুষের মধ্যে ৩০টি গেঞ্জি ও প্যান্ট, ১০টি শাড়ি ও ধুতি, ৭৫টি কম্বল প্রভৃতি বিতরণ করা হয়। প্রায় ৪০০০ ভক্ত বসে প্রসাদ পান। চাকদহ সারদা নারী-সংগঠন, নদিয়া : গত ১৪ জানুয়ারি ২০২৪ প্রার্থনা, ‘স্বদেশমন্ত্র’ পাঠ, আলোচনা, সংগীত প্রভৃতির মাধ্যমে অখিল ভারত বিবেকানন্দ যুবমহামণ্ডলের চাকদহ শাখায় মহিলা শি‌ক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ভাষণ দেন প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা। এই শিবিরে মোট ২০০ মহিলা যোগদান করেন। নিমডাঙ্গী শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র, হুগলি : গত ২০ ও ২১ জানুয়ারি ২০২৪ প্রভাতফেরি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক, বিশেষ পূজা, পাঠ প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী পুরহরানন্দ। প্রায় ৩০০০ ভক্ত খিচুিড় প্রসাদ পান। শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত সঙ্ঘ, বড়িশা, কলকাতা : গত ২১ জানুয়ারি ২০২৪ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ সংঘে আগমন করেন ও ‘শ্রীরামকৃষ্ণ সমীপে শ্রীম’ বিষয়ে আলোচনা করেন। প্রায় ৩০০ ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২৮ জানুয়ারি সুন্দরবনের উত্তর কাশিয়াবাদ, মুণ্ডাপাড়া ও কাকদ্বীপে মোট ৭৪ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও ১০০জন মানুষকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো এবং ২৫ জনকে টিফিন প্রদান করা হয়। শ্রীরামকৃষ্ণ আশ্রম, কুমরুল, হুগলি : গত ২৭ জানুয়ারি ২০২৪ শোভাযাত্রা, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী দিব্যানন্দজী মহারাজ,...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in