উৎসব-অনুষ্ঠান অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, চৌবেরিয়া, উত্তর ২৪ পরগনা : গত ২৭—২৯ মে ২০২২ মনঃসংযোগ, চরিত্রগঠন, স্বামী বিবেকানন্দের জীবন ইত্যাদি বিষয়ে আলোচনা, প্রদর্শনী, শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, বাঁশিতে শাস্ত্রীয় সংগীত পরিবেশন প্রভৃতির মাধ্যমে নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ আঞ্চলিক যুব-শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ, স্বামী কমলস্থানন্দ, ডঃ তুহিন চট্টোপাধ্যায়, বাসুদেব চট্টোপাধ্যায়, অমিতকুমার দত্ত প্রমুখ। শিবিরে ৩১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেবাব্রত পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘ, হাওড়া : গত ১৫ মে ২০২২ চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রম নিরাময় নিকেতন-এর সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে তিন শতাধিক রোগীর চক্ষুপরীক্ষা করা হয় এবং ৯০ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা […]
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in