গত ১ জানুয়ারি ২০২৪ বিশেষ পূজা, পাঠ ও আলোচনা, সংগীত, পদাবলি-কীর্তন প্রভৃতির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়।
উৎসব-অনুষ্ঠান শ্রীশ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্ঘ, ভাঙ্গড়, দক্ষিণ ২৪ পরগনা : গত ১ জানুয়ারি ২০২৪ বিশেষ পূজা, পাঠ ও আলোচনা, সংগীত, পদাবলি-কীর্তন প্রভৃতির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী ইষ্টব্রতানন্দ, স্বামী দিব্যরূপানন্দ, স্বামী প্রাণনাথানন্দ এবং সম্পাদক স্বামী সারদাত্মানন্দ। প্রায় ২৬,০০০ ভক্ত বসে এবং ২,০০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। এই উপলক্ষে ৭ জানুয়ারি দুঃস্থদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। হলদিয়া টাউনশিপ শ্রীশ্রীরামকৃষ্ণ সেবায়তন, পূর্ব মেদিনীপুর : গত ১ জানুয়ারি ২০২৪ বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি, স্মরণিকা প্রকাশ, প্রদর্শনী, পুরস্কার বিতরণ প্রভৃতির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী একরূপানন্দ, স্বামী পদ্মানন্দ, অরিন্দম দাস, অমলকুমার মেহেরা ও সঞ্জয় ভাটনগর। ‘বিবেক ইন্দ্রজাল’ প্রদর্শন করেন পীযূষ ব্যানার্জি। এদিন প্রায় ১২,০০০ ভক্ত প্রসাদ পান। এছাড়াও ২৮০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল ও শাড়ি বিতরণ করা হয়।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in