গত ৬ ও ৭ জানুয়ারি ২০২৪ ভক্তসম্মেলন, শোভাযাত্রা, বিশেষ পূজা, বস্ত্র- বিতরণ

মোহনপুর শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম, পশ্চিম মেদিনীপুর : গত ৬ ও ৭ জানুয়ারি ২০২৪ ভক্তসম্মেলন, শোভাযাত্রা, বিশেষ পূজা, বস্ত্র- বিতরণ প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী অচ্যুতাত্মানন্দ, স্বামী প্রার্থনানন্দ ও স্বামী মায়াধীশানন্দ। এদিন ১৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল, চাদর ও মশারি বিতরণ করা হয়। প্রায় ৪,০০০ ভক্ত বসে প্রসাদ পান। হাঁটাল রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র, হাওড়া : গত ৭ জানুয়ারি ২০২৪ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ, কুসুম ভট্টাচার্য ও গণেশ পাত্র। এদিন ৭ জন দুঃস্থ মেধাবী ও বিশেষভাবে স‌ক্ষম ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য এবং ‌‌১ জন দুঃস্থ ব্যক্তিকে একটি ভ্যানরিকশা প্রদান করা হয়। ১৫০ জন ছাত্রছাত্রী ও ৫৫০ জন অনুরাগী বসে প্রসাদ পান। ইলামবাজার শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম, বীরভূম : গত ৭ জানুয়ারি ২০২৪ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সহায়তায় স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী বুদ্ধীশানন্দ ও রামকানাই সিংহ। এই সম্মেলনে ১১৪ জন যুবপ্রতিনিধি অংশগ্রহণ করে। বেলঘরিয়া শ্রীসারদা রামকৃষ্ণ মিলনতীর্থ, কলকাতা : গত ৯ জানুয়ারি ২০২৪ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমা সারদাদেবীর আবির্ভাব স্মরণোৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী আত্মনাথানন্দ, বলরামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন দুপুরে প্রায় ৪৫০ জন ভক্ত প্রসাদ পান ও রাত্রে উপস্থিত ভক্তরা শ্রীশ্রীমায়ের মুড়ি-চপ প্রসাদ গ্রহণ করেন। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in