গত ১৪ অক্টোবর ২০২৩ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথি

উৎসব-অনুষ্ঠান অশোকনগর শ্রীরামকৃষ্ণ পাঠচক্র, উত্তর ২৪ পরগনা : গত ১৪ অক্টোবর ২০২৩ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথি উপল‌ক্ষে ৩০০ নরনারায়ণকে বস্ত্র প্রদান করে ভোজন করানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ধর্মরূপানন্দ ও গোপেন্দ্র চৌধুরী। হেলান শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, হুগলি : গত ২১—২৪ অক্টোবর ২০২৩ প্রতিমায় শ্রীশ্রীদুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই উপল‌ক্ষে ৭০ জন দরিদ্র মহিলাকে বস্ত্র ও ২০টি পরিবারকে মশারি প্রদান করা হয়। এছাড়াও প্রসাদ বিতরণ ও শ্রীমা সারদাদেবীর বিষয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। বদনগঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, হুগলি : গত ১—৩ জানুয়ারি ২০২৪ প্রভাতফেরি, বিশেষ পূজা, নৃত্যনাট্য, বাউল গান, নাটিকা প্রভৃতির মাধ্যমে কল্পতরু ও বার্ষিক উৎসব এবং শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথি পালিত হয়। ভাষণ দেন ডঃ গুরুপ্রসাদ কর, ডঃ মানিক বণিক ও ডঃ শেখ জাহিরুদ্দীন। তৃতীয় দিনের বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানে বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তিনদিেন প্রায় ১০,০০০ ভক্ত বসে প্রসাদ পান। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতি, মূলচেরা, মহারাষ্ট্র : গত ৩ জানুয়ারি ২০২৪ ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত ও শ্রীমদ্ভাগবত পাঠ প্রভৃতির মাধ্যমে শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথি পালিত হয়। প্রায় ৪০০ ভক্ত বসে প্রসাদ পান।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in