গত ৮ অক্টোবর ২০২৩ প্রভাতফেরি, বিশেষ পূজা, চণ্ডীপাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ধর্মসভা, পুরস্কার ও প্রসাদ
উৎসব-অনুষ্ঠান সিহাস রামকৃষ্ণ বিবেকানন্দ সাধন মন্দির, বাঁকুড়া : গত ৮ অক্টোবর ২০২৩ প্রভাতফেরি, বিশেষ পূজা, চণ্ডীপাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ধর্মসভা, পুরস্কার ও প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হয়। এদিন নবনির্মিত ‘সারদামণি শিক্ষণ মন্দির’-এর দ্বারোদ্ঘাটন ও কম্পিউটার প্রশিক্ষণকেেন্দ্রর উদ্বোধন এবং ‘প্রাত্যহিক জীবনে শ্রীমা সারদাদেবীর জীবন ও বাণীর প্রয়োগ’ বিষয়ে আলোচনা করেন প্রব্রাজিকা অখিলপ্রাণা। বৈকালিক ধর্মসভায় ভাষণ দেন স্বামী ভুবনেশ্বরানন্দ, স্বামী অমৃতপূর্ণানন্দ ও স্বামী নিহিতানন্দ। দুপুরে প্রায় ৪০০০ ভক্ত বসে খিচুড়ি প্রসাদ পান। ধর্মসভার শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং ১০জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। ৯ অক্টোবর প্রায় ১০০ ছাত্রছাত্রীর মধ্যে পোশাক বিতরণ করা হয়।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in