শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচাড়, পূর্ব মেদিনীপুর : গত ২৩ জুলাই ২০২৩ শান্তিমন্ত্র পাঠ, ভাষণ,
উৎসব-অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচাড়, পূর্ব মেদিনীপুর : গত ২৩ জুলাই ২০২৩ শান্তিমন্ত্র পাঠ, ভাষণ, সংগীত প্রভৃতির মাধ্যমে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ভাষণ দেন স্বামী স্বরূপাত্মানন্দ ও পুতুল চন্দ্র মহাপাত্র। ৫০ জন শিক্ষক ও অভিভাবক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণ সেবানিকেতন, আন্দুল, হাওড়া : গত ১৫ অগস্ট ২০২৩ বিশেষ পূজা, পাঠ, আলোচনা, প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি ও স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী ঋতানন্দ, স্বামী সর্ববিদানন্দ, স্বামী স্নেহময়ানন্দ, স্বামী স্তুতানন্দ প্রমুখ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in