গত ১৫ এপ্রিল ২০২৩ পাঠ, ভাষণ, প্রশ্নোত্তর-পর্ব, সংগীত প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন ও পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উৎসব-অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ আশ্রম, বহিচাড়, পূর্ব মেদিনীপুর : গত ১৫ এপ্রিল ২০২৩ পাঠ, ভাষণ, প্রশ্নোত্তর-পর্ব, সংগীত প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন ও পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজের স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী স্বরূপাত্মানন্দ ও সাধনা সদনের স্বামী সুনিষ্ঠানন্দ। প্রশ্নোত্তর-পর্বে উত্তর প্রদান করেন সভাপতি শক্তিপদ ত্রিপাঠী। ১০০ ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও প্রসাদ পান। গত ২ জুলাই ২০২৩ পাঠ, আলোচনা, সংগীত প্রভৃতির মাধ্যমে যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী স্বরূপাত্মানন্দ ও ৬০ জন ছাত্রছাত্রী। আকালীপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম, বীরভূম : গত ৫ মে ২০২৩ বুদ্ধপূর্ণিমা তিথিতে সেবাশ্রমের প্রতিষ্ঠাদিবস উপল‌ক্ষে বিশেষ পূজা, পাঠ, ভজন, ভক্তিগীতি, সেবাশ্রমের বার্ষিক পত্রিকা ‘বোধি’ প্রকাশ প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী অমলাত্মানন্দ, স্বামী সন্ময়ানন্দ প্রমুখ। বিভিন্ন আশ্রমের প্রায় ১৫ জন সাধু ও ব্রহ্মচারী এবং প্রায় ৬০০ ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও প্রসাদ পান। শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, সুভাষনগর, কলকাতা : গত ৩০ জুন—২ জুলাই ২০২৩ বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি, গীতি-আলেখ্য, বাউলসংগীত প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। বিভিন্ন দিনে ভাষণ দেন প্রব্রািজকা প্রদীপ্তপ্রাণা, স্বামী ব্রহ্মতত্ত্বানন্দ, স্বামী সর্বপ্রেমানন্দ, ডঃ সুস্মিতা ঘোষ, ডঃ সোমনাথ ভট্টাচার্য ও অরিন্দম দাস। প্রায় ৭০০ ভক্ত বসে এবং ৩০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান।  

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in