বারাসত বিবেকানন্দ রুরাল ট্রেনিং ইনস্টিটিউট, কলকাতা : গত ১২ মার্চ ২০২৩ সংগীত, আবৃত্তি, নৃত্য প্রভৃতির মাধ্যমে

উৎসব-অনুষ্ঠান বারাসত বিবেকানন্দ রুরাল ট্রেনিং ইনস্টিটিউট, কলকাতা : গত ১২ মার্চ ২০২৩ সংগীত, আবৃত্তি, নৃত্য প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বলভদ্রানন্দ, স্বামী অঘোরাত্মানন্দ, অধ্যাপক অরিজিৎ সরকার ও ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বার্ষিক মুখপত্র বিবেক-এর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। প্রায় শতাধিক ভক্ত প্রসাদ পান। আমরুল শ্রীরামকৃষ্ণ সেবামন্দির, বাঁকুড়া : গত ১৮ মার্চ ২০২৩ প্রার্থনা, ধ্যান, সংগীত, পাঠ, প্রশ্নোত্তর-পর্ব প্রভৃতির মাধ্যমে কিশোর সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫১ জন কিশোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ১৯ মার্চ বিশেষ পূজা, পাঠ, শোভাযাত্রা, সংকীর্তন, ভক্তিগীতি, রামায়ণ গান, গীতি-আলেখ্য প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী অমলাত্মানন্দ ও দেবনারায়ণ সামন্ত। প্রায় ১০০০০ ভক্ত বসে প্রসাদ পান। সীতারামপুর রামকৃষ্ণ সারদা সংঘ, পশ্চিম বর্ধমান : গত ১৯ মার্চ ২০২৩ মঙ্গলারতি, সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী ভক্তিময়ানন্দ, পুরুলিয়ার ‘কল্যাণ’ কেন্দ্রের সম্পাদক স্বামী ভাস্করানন্দ, উজ্জ্বল তা ও স্বপন বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। নবাসন শ্রীরামকৃষ্ণ সারদামঠ ও আশ্রম, হাওড়া : গত ২৯ মার্চ ২০২৩ নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। এই উপল‌ক্ষে ২৮—৩০ মার্চ বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ, গীতি-আলেখ্য, ভক্তিগীতি, যন্ত্রসংগীত, কুমারীপূজা প্রভৃতি অনুষ্ঠিত হয়। ভাষণ দেন সম্পাদিকা প্রব্রাজিকা সহজানন্দময়ী ও স্বামী সর্ববিদানন্দ। কয়েক হাজার ভক্ত প্রসাদ পান। কোতুলপুর শ্রীমা সারদা পাঠচক্র, বাঁকুড়া : গত ২৯ মার্চ ২০২৩ শ্রীশ্রীচণ্ডীপাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীশ্রীঅন্নপূর্ণাপূজা অনুষ্ঠিত হয়। কামারপুকুর, জয়রামবাটী, বাঁকুড়া কেন্দ্র ও কোয়ালপাড়া উপকেন্দ্র থেকে ৩০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ২২০০ ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন ও বসে প্রসাদ পান। প্রসঙ্গত, ৮—৯ এপ্রিল পতাকা উত্তোলন, পাঠ, সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ (বঁাকুড়া-পুরুলিয়া)-এর বার্ষিক সম্মেলন এই আশ্রমে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বামী কৃত্তিবাসানন্দ, স্বামী প্রেমস্বরূপানন্দ ও স্বামী বেদপুরুষানন্দ এবং পরিষদের ৩৬টি সদস্য আশ্রমের প্রতিনিধি-সহ মোট ১০৮ জন। নবাসন শ্রীরামকৃষ্ণ সারদা মঠ ও আশ্রম, হাওড়া :...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in