উদ্বোধন পত্রিকার গত ফাল্গুন ১৪৩০ সংখ্যাটি অবিমুক্তক্ষেত্র কাশীর ওপর আলোকপাত করে প্রকাশিত হয়েছে।
উদ্বোধন পত্রিকার গত ফাল্গুন ১৪৩০ সংখ্যাটি অবিমুক্তক্ষেত্র কাশীর ওপর আলোকপাত করে প্রকাশিত হয়েছে। সংখ্যাটি সত্যিই আকর্ষণীয়। ‘শিবের শহর বারাণসী’, কাশীস্থিত দেবীমন্দির নিয়ে ‘শঙ্করী-চরণে মন’ প্রভৃতি প্রবন্ধ এবং কাশীর বিভিন্ন দেব-দেবীর প্রসঙ্গ, কাশীতে গঙ্গার ঘাট, শঙ্করাচার্য থেকে শ্রীরামকৃষ্ণ প্রমুখের পদার্পণের কথা, বেদান্তচর্চার কেন্দ্ররূপে কাশীর গুরুত্ব, এখানকার চিত্রকলা, কাঠের পুতুল, মেলা-উৎসব ইত্যাদির মাধ্যমে প্রাচীন কাশীধামকে যেভাবে তুলে ধরা হয়েছে তা অনবদ্য। বিশেষত কাশী দশশ্লোকীর ভাবময় শব্দমাধুর্য এবং প্রচ্ছদ-চিত্রে প্রবহমান গঙ্গা, ঐতিহ্যবাহী মন্দির ও গঙ্গার ঘাট আর প্রতীকী চিরভাস্বর উজ্জ্বল অগ্নিশিখা মিস্টিসিজমের মিষ্টতায় মন ভরিয়ে দেয়। নিতাই নাগচাঁদমারিডাঙা, বাঁকুড়া-৭২২১০১ গত ফাল্গুন মাসের উদ্বোধন পত্রিকায় ফাল্গুনী সিনহা মহাপাত্রের লেখা ‘পঞ্চদীপে পঞ্চতীর্থ’ পড়ে সমৃদ্ধ হলাম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই শহরের জীবনপ্রবাহের একটি অসাধারণ জলছবি উপহার পেয়েছি এই ঘাটগুলির মধ্য দিয়ে। পড়তে পড়তে নিঃশব্দে পবিত্র পঞ্চতীর্থে মানসভ্রমণও হয়ে গেল। অসিত দত্তশিবপুর, হাওড়া-৭১১১০২ উদ্বোধন-এর গত ফাল্গুন সংখ্যাটি আমাদের মুগ্ধ করেছে। এই বিশেষ সংখ্যার কেন্দ্রবিন্দু হিসাবে কাশীকে নির্বাচন করার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রতিটি লেখাই অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও মনোগ্রাহী। স্বামী প্রজ্ঞেশানন্দজীর রচনা শিবক্ষেত্রকে নতুন রূপে তুলে ধরেছে। অনুদাত্ত মল্লিকের লেখনী থেকে জানা যায়, কাশী শুধুই শিবক্ষেত্র নয়—শাক্ত, বৈষ্ণব, সৌর, গাণপত্য এমন নানাবিধ সম্প্রদায়েরও মিলনস্থল। অরিন্দম দাস তাঁর লেখার মাধ্যমে দেবীমাহাত্ম্য অসাধারণভাবে তুলে ধরেছেন। এই সংখ্যাটি পাঠকদের কাশীর এক অন্য রূপ চিনতে শেখায়, বিশ্বনাথধামের প্রতি প্রগাঢ় আকর্ষণ জাগিয়ে তোলে। ভবিষ্যতে এরকম আরো সংখ্যা পাওয়ার আশা ও প্রার্থনা রাখি। উমা ঘোষশ্রীরামপুর, হুগলি গত ফাল্গুন সংখ্যার উদ্বোধন-এ অসাধারণ বিষয় বারাণসী আমাদের উপহার দেওয়ার জন্য জানাই অনন্ত শ্রদ্ধা। উদ্বোধন তার বিষয়-আঙ্গিক ও রুচিশীল সজ্জার জন্য প্রতি মাসেই আমাদের আক্ষরিক অর্থে চমকে দিচ্ছে। এই গৌরব বাংলা সংস্কৃতির—যার কেন্দ্রে রয়েছেন ঠাকুর, মা ও স্বামীজী। কত অজানা তথ্য ও তত্ত্বের সমাহার এই সংখ্যায়! ঐতিহ্যের নির্মাণ আর ভাবনার আধুনিকতা—এই দুইয়ের সংমিশ্রণে উদ্বোধন এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ বাংলা সাময়িক পত্রিকা। আজকের বঙ্গভূমিতে যেখানে মানুষের পাঠ-অভ্যাস কমে যাচ্ছে, কমে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in