ভোরের শিউলির আদুরে মিষ্টি গন্ধের সাথে
কত মায়াবী আবেশ আর

ভোরের শিউলির আদুরে মিষ্টি গন্ধের সাথেকত মায়াবী আবেশ আরনূপুরের কিঙ্কিনি দিগন্তে সুর তুলেবয়ে আনছে কার আগমনবার্তা? শিশির-বিছানো সোনালি পথেকার আলতা-মাখা পায়ের ছাপখুিশর জোয়ারে মাতোয়ারা দিকে দিকেসাদা মেঘের ভেলায় কোন চিরসুন্দরের আহ্বান? রিক্ততার বিবর্ণতা দূরে সরিয়ে‌ক্ষোভ-দুঃখ-বঞ্চনা-যন্ত্রণার শুখা গাঙেঅভয়ের আনন্দলহরী তুলে দুন্দুভি-রবেএ কার দৃপ্ত সোনালি পদধ্বনি? দূর থেকে শঙ্খ আর ঘণ্টাধ্বনিরপবিত্র সুরলহরীর সাথেভেসে এল চিরনতুনের সেই অমোঘ আহ্বান—‘বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন…’

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in