বাংলা সাময়িক পত্রিকার ইতিহাস যদি আমরা খেয়াল করি তাহলে দেখব, শুরু থেকেই
বাংলা সাময়িক পত্রিকার ইতিহাস যদি আমরা খেয়াল করি তাহলে দেখব, শুরু থেকেই পত্রিকাগুলি ধর্মকেন্দ্রিক। ইংরেজরা এদেশে অনেক নতুন কীর্তি স্থাপন করেছে। সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশ তার মধ্যে অন্যতম। মূলত ইংরেজি সংবাদপত্রের অনুকরণেই বঙ্গদেশে সংবাদপত্র প্রকাশিত হয় আর প্রকাশের অন্যতম হাতিয়ার হলো মুদ্রণযন্ত্র। বঙ্গদেশ তথা সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথম মুদ্রিত সংবাদপত্রটিও ছিল ইংরেজি ভাষায় লেখা—‘বেঙ্গল গেজেট’। ১৭৮০-র ২৯ জানুয়ারি জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেন।১ যদিও ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংবাদপত্র ছাপানোর একটি দেশীয় সম্ভাবনা-সূত্রের উল্লেখ করেছেন : “আমাদের দেশেও মোগল আমলে বাদশাহরা প্রতি প্রদেশে এবং বড় বড় শহরে চর রাখিতেন; এই চরেরা স্থানীয় সংবাদ সংগ্রহ করিয়া কখনও মাসে একবার, কখনও বা সপ্তাহে সপ্তাহে লিখিয়া পাঠাইত। গোপনীয় রাজকীয় কথা না থাকিলে এই সকল সংবাদের চিঠি রাজদরবারে প্রকাশ্যে পড়া হইত, এবং সভায় উপস্থিত সকল লোক নানা স্থানের সংবাদ পাইত। এই প্রথার অনুকরণে সেনাপতি, শাসনকর্ত্তা এবং করদ-রাজারাও রাজদরবারের ঘটনা, রাজধানীর ও অন্যান্য প্রদেশের সংবাদ জানিবার জন্য সম্রাটের সভায় নিজ নিজ সংবাদ-লেখক—‘ওয়াকেয়া-নবিস’ রাখিতেন। ফৌজদার, থানাদারের মত ছোটখাট রাজকর্ম্মচারীরাও উপরিতন কর্ম্মচারী অর্থাৎ সুবাদার বা প্রাদেশিক শাসনকর্ত্তার সভায় নিজস্ব পত্র-লেখক নিযুক্ত করিতেন। এই সকল লেখক নিজ নিজ প্রভুর নিকট নিয়মিতরূপে যে সংবাদ লিখিয়া পাঠাইত, তাহাই সাধারণতঃ মুখে মুখে সমাজে প্রচারিত হইত।”২ যাই হোক, ইংরেজি আদর্শে বাংলা সংবাদ-সাময়িকপত্রের উদ্ভব—একথা প্রায় সকলেই স্বীকার করেন। ১৮১৮ সালের এপ্রিল ও মে মাসে যথাক্রমে প্রকাশিত হয় দিগ্দর্শন ও সমাচার দর্পণ নামে দুটি পত্রিকা। প্রথমটি মাসিক এবং দ্বিতীয়টি সাপ্তাহিক। দুটি পত্রিকাই প্রকাশিত হয় ‘শ্রীরামপুর ব্যাপটিষ্ট মিশন’ থেকে। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। দুটি পত্রিকার মধ্যেই সম্ভাবনা ছিল খ্রিস্ট ধর্ম ও আদর্শের প্রচার-প্রসার ঘটানোর ক্ষেত্রে। সেদিক থেকে পত্রিকাগুলি ব্যতিক্রমী ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। দিগ্দর্শন মূলত শিক্ষার্থীদের উপযোগী আর সমাচার দর্পণ কেবলমাত্র সংবাদপত্র হিসাবেই খ্যাতি অর্জন করেছিল। ভবতোষ দত্ত লিখেছেন : “খ্রীস্ট আদর্শ প্রচার তাঁর লক্ষ্য হতে পারত এবং সেই আদর্শ বাঙালি সমাজের নীতি আদর্শকে প্রভাবিত করতে পারত।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
