বাংলার ঐতিহ্যমণ্ডিত প্রাচীন লোক-উৎসব গাজন। এর আচার, ধর্মীয় রীতি স্থানভেদে

বাংলার গাজনসুদীপ পালপ্রকাশক :রাঙামাটি প্রকাশনকাছারিপট্টী, বোলপুর, বীরভূম২৫০.০০ বাংলার ঐতিহ্যমণ্ডিত প্রাচীন লোক-উৎসব গাজন। এর আচার, ধর্মীয় রীতি স্থানভেদে ও জনমানসের পরম্পরায় ক্রমশ স্বতন্ত্র হয়ে উঠেছে। বর্তমান গ্রন্থে লেখক সুদীপ পাল গ্রামবাংলার তিরিশটি অঞ্চলের গাজনের অনেক অজানা কাহিনি ও পুজোর রীতিনীতির সন্ধান দিয়েছেন। আচার-অনুষ্ঠানে নিয়মের রকমফের খুঁজে বেড়িয়েছেন গ্রাম থেকে গ্রামান্তরে; ক্ষেত্রসমীক্ষা করেছেন। গাজনের আর্থ-সামাজিক পরিস্থিতি অনুধাবন করে লিপিবদ্ধ করেছেন। এর ফলে কোনো কোনো সময় এক-একটি অঞ্চলের ক্ষুদ্র ইতিহাসকেই তিনি তুলে ধরেছেন এই গ্রন্থে। এসকল তথ্য পাঠকদের ভারাক্রান্ত করবে না, বরং ভবিষ্যতের গবেষণার পথকে আরো প্রশস্ত করে লোক-উৎসবের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস রচনায় সাহায্য করবে—এই আশা রাখি।  

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in