তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশে ভগিনী নিবেদিতার পদার্পণ ঘটেছে কয়েকবার। এযাবৎ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায়,
তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশে ভগিনী নিবেদিতার পদার্পণ ঘটেছে কয়েকবার। এযাবৎ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায়, তিনি যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ঢাকায় এসেছিলেন। কুষ্টিয়া এবং বরিশালে যাওয়ার তথ্য সহজে পাওয়া গেলেও যশোর এবং ঢাকায় আসার সঠিক তথ্য সবিস্তারে অনুসন্ধান করেও আজ জানা কষ্টকর। ১৯ জুলাই ১৯০২ অর্থাৎ স্বামী বিবেকানন্দের মহাসমাধির ১৫ দিনের মাথায় যশোরের বিবেকানন্দ-অনুরাগিবৃন্দ একটি স্মৃতিসভার আয়োজন করেছিলেন। সেই সভায় তাঁরা স্বামীজীর শিষ্যা ভগিনী নিবেদিতাকে অতিথি হিসাবে আনার জন্য ব্যবস্থা করেন। ভগিনী এর পূর্বে এদেশে আসেননি, তবে এর আগেই তিনি কলকাতায় যশোরের কয়েকজন বিবেকানন্দ-অনুরাগীর সাথে পরিচিত হয়েছিলেন। সমাজসেবক বীরেশ্বর সরকার, হৃদয়নাথ দত্ত, অমৃতলাল মুখার্জি প্রমুখ তখন যশোরের বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্ভবত এঁদের আহ্বানেই নিবেিদতা যশোরে এসেছিলেন। জনশ্রুতি রয়েছে, রায়বাহাদুর যদুনাথ মজুমদারের গৃহে তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল। বিশিষ্ট মানুষ যশোরে এলে এই গৃহেই আতিথেয়তা গ্রহণ করতেন। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা তাঁর ভগিনী নিবেদিতা গ্রন্থে উল্লেখ করেছেন : “স্বামিজীর স্মৃতিসভায় বক্তৃতা দিবার জন্য অনুরোধ আসিয়াছিল। ১৯শে জুলাই নিবেদিতা যশোহর যাত্রা করিলেন। যশোহরে তিন দিন অবস্থান করিয়া তিনি স্বামিজী সম্বন্ধে বক্তৃতা দেন।”১ এই বিষয়ে নিবেদিতা ১৬ জুলাই ১৯০২ এক পত্রে মিস ম্যাকলাউডকে লিখেছেন : “I go next Saturday to Jessore for a few days’ lecturing.”২ এই বক্তৃতাটির বিষয়বস্তু ছিল ব্রহ্মচর্য ও হিন্দুধর্ম। তাঁর বক্তৃতাসভা কোথায় হয়েছিল তা আজও অস্পষ্ট। তবে এব্যাপারে সত্যানন্দ পরমহংসদেব স্মৃতিচারণ করে বলেছেন—নিবেদিতা যশোর জেলার এক বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথি হিসাবে ভাষণ দিয়েছিলেন।৩ সেই সূত্রে অনুমান করা যায়, ১৮৮৯ সালে রায়বাহাদুর যদুনাথ মজুমদার প্রতিষ্ঠিত যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের বিশাল প্রাঙ্গণে বক্তৃতা দিয়েছিলেন। যশোরে তিন/চার দিন অবস্থান করে স্বামীজীর ভাবধারাকে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে তিনি সম্ভবত ২২ জুলাই কলকাতায় ফিরে যান। রবীন্দ্রনাথের সাথে নিবেদিতার সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। রবীন্দ্রনাথ যখন শিলাইদহে জমিদারি দেখাশোনা করতেন, তখন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু সস্ত্রীক সেখানে অবস্থান করেছিলেন। এই সময় নিবেদিতা স্বামীজীর আরেক শিষ্যা ক্রিস্টিনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে বেড়াতে আসেন। তখন কলকাতা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in