গ্রীষ্মের প্রখর তাপে প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনি আগমন ঘটে বর্ষার। প্রাণদায়ী ঋতুরানির ব্যাপ্তি বিশাল।
গ্রীষ্মের প্রখর তাপে প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক তখনি আগমন ঘটে বর্ষার। প্রাণদায়ী ঋতুরানির ব্যাপ্তি বিশাল। সাহিত্য, সংগীত, শিল্পের নানা মাধ্যমে লক্ষিত হয় তার ব্যঞ্জনাময় উপস্থিতি। রবীন্দ্রনাথ বর্ষাকে ‘কবিদের ঋতু’ অভিধায় ভূষিত করেছেন। প্রকৃতি-মানুষের এই সম্পর্কে যেমন আছে সুখ, তেমনই আছে অসুখ। বর্ষার অসুখ-বিসুখও অন্য ঋতুর থেকে ব্যাপক। বর্ষাকালে জলবাহিত রোগগুলির সংক্রমণের হার বেড়ে ওঠে দ্রুত। শিশু থেকে বৃদ্ধ খুব সহজে আক্রান্ত হয় নানা রোগে। বর্ষার জমা জলে দ্রুত বাড়ে মশার সংখ্যা আর মশাবাহিত রোগ। জলস্তর বাড়ার সাথে সাথে দেখা যায় নানা বিপর্যয়। সময়োপযোগী ব্যবস্থা বা সাবধানতা না নেওয়ার ফলে বাড়তে থাকে বর্ষাকালীন রোগের হার। বর্ষার আর্দ্রতা ও জমা জল ব্যাকটিরিয়া ও ছত্রাকের বেড়ে ওঠায় সাহায্য করে। তাই কলেরা, হেপাটাইটিস-এ, টাইফয়েড, ব্যাসিলারি আমাশয়, ডায়রিয়া ইত্যাদি বর্ষাকালের সাথে ওতপ্রোতভােব জড়িত। এই রোগগুলির মধ্যে বেশ কয়েকটি মহামারীর আকার নেয়। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে কলেরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঔপনিবেশিক পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে একসময় কলেরার আঁতুড়ঘর বলা হতো। ঘনবসতিপূর্ণ কলকাতায় স্থানিক রোগ (Endemic) হিসাবে আজও এর খোঁজ মেলে। কলেরাকে জলবাহিত সংক্রামক ব্যাধি হিসাবে প্রতিষ্ঠিত করায় এবং লন্ডনে মহামারী নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য জন স্নোকে ‘Father of Epidemiology’ বলে অভিহিত করা হয়। কলেরা-রোগীর ভয়ংকর বমি, চাল ধোওয়া জলের মতো মলত্যাগ দিনে ৩০ থেকে ৪০ বার পর্যন্ত হতে পারে। ফলে শরীর থেকে ‘Fluid’ ও ‘Electrolyte’ দ্রুত বেরিয়ে যায়। অনেকসময় রোগীর প্রস্রাব বন্ধ হয়ে যায়। দ্রুত চিকিৎসা ও Fluid না দিলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বঙ্গের চিকিৎসক তথা বিজ্ঞানী ডাঃ দিলীপ মহলানবীশ তাঁর গুরুত্বপূর্ণ আবিষ্কার ‘ORT’ (Oral Rehydration Therapy)-এর মাধ্যমে বহু কলেরা-আক্রান্ত মানুষের প্রাণরক্ষা করেছেন। ORT-কে বিংশ শতাব্দীর চিকিৎসাবিজ্ঞানের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে Lancet-এ প্রকাশিত হয় ৫ অগস্ট ১৯৭৮ সালে।১ টাইফয়েড কলেরার মতো ভয়ংকর না হলেও এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া মানবশরীরে রয়ে যায়। যাদের টাইফয়েড হয় তাদের মধ্যে ২—৫% মানুষ ‘Chronic carrier’ বা বাহকরূপে থাকে। কোনো বাহ্য লক্ষণ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
