ডাক আসে, ডাক ফিরে যায়,
কেউ আজ পার হবে নদী;
তার সাথে বেঁধে দিও গান,
ডাক আসে, ডাক ফিরে যায়,কেউ আজ পার হবে নদী;তার সাথে বেঁধে দিও গান,মৃত ফুল, মৃত অনুযোগ।কাফনের সাত হাত সাদা—কবিতা কি ফুটেছে কোথাও?যেন শোক আলভেজা শীতশিশিরের মতো জেগে থাকে;তবু ডাক এসেছিল বলেফিরে যাবে বিরহ-বালক…তার সাথে বেঁধে দিও গানমৃত ফুল, মৃত অনুযোগ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in