ডঃ সব্যসাচী লোধের অনেকদিনের গবেষণা ও বহু পরিশ্রমের সুফল আলোচ্য পুস্তকটি। মোট এগারোটি অধ্যায়ে বিভক্ত বইটিতে বিভিন্ন আঙ্গিকে আলোচিত হয়েছে প্রেমময় শ্রীরামকৃষ্ণের ভালবাসার দিকগুলি।
ডঃ সব্যসাচী লোধের অনেকদিনের গবেষণা ও বহু পরিশ্রমের সুফল আলোচ্য পুস্তকটি। মোট এগারোটি অধ্যায়ে বিভক্ত বইটিতে বিভিন্ন আঙ্গিকে আলোচিত হয়েছে প্রেমময় শ্রীরামকৃষ্ণের ভালবাসার দিকগুলি। প্রতিটি অধ্যায়ের নামকরণে অভিনবত্ব থাকলেও কিছু কিছু অধ্যায়ের নামকরণ অযথাই দীর্ঘায়িত হয়েছে। অনেক স্থানে সময়, সাল ইত্যাদি ভুল পরিলক্ষিত হয়। ছাপার ব্যাপারে একটু সতর্ক হলে ভালো হতো। এত সুন্দর ও তথ্যপূর্ণ বইটি অমূল্য ছবিগুলি এবং বানানের দিকেও পরের সংস্করণে সচেতন হওয়া প্রয়োজন। রামকৃষ্ণ ভাবধারার পাঠক ও গবেষকদের কাছে বইটি সাগ্রহে স্বীকৃত হবে। বইটির বহুল প্রচার কামনা করি।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in