উদ্বোধন-এর গত জ্যৈষ্ঠ ১৪৩০ সংখ্যায় প্রসেনজিৎ সাহার লেখা ‘গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও অর্থনীতি : একটি ‌ক্ষেত্রসমী‌ক্ষা-

উদ্বোধন-এর গত জ্যৈষ্ঠ ১৪৩০ সংখ্যায় প্রসেনজিৎ সাহার লেখা ‘গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও অর্থনীতি : একটি ‌ক্ষেত্রসমী‌ক্ষা-ভিত্তিক বিশ্লেষণ’ পাঠ করলাম। শ্রীখোল বিষয়ে লেখক লিখেছেন : “পশ্চিমবঙ্গের সর্বত্র এই শ্রীখোলের মাটি ও শিল্পী পাওয়া যায় না বা কৌশল সবার আয়ত্তাধীন নয়। বংশপরম্পরায় দুটি জায়গায়, মূলত নদিয়ার মাজদিয়ার চন্দননগরে ও গাজনায় কাঁরি প্রস্তুত হয়। মাজদিয়ার স্বদেশ পাল ও সত্য পালের বংশানুক্রমিক উৎপাদনের ইতিহাস প্রায় ১৮০ বছরের প্রাচীন।” এপ্রসঙ্গে জানাই, হাওড়া জেলার বাগনান ২নং ব্লক ও বাগনান থানার অধীন ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের বরুন্দা মৌজার (জে এল নং ৩২) মাদারী গ্রামে প্রায় ২০০ বছর ধরে বংশপরম্পরায় শ্রীখোলের কাঁরি প্রস্তুত হয়ে চলেছে। বর্তমানে বাণেশ্বর পাল ও গোপাল পাল এই পেশায় রত। গোপাল পালের পিতা ফেলু পাল কাঁরি প্রস্তুত করতেন। বর্তমানে তিনি বৃদ্ধ, বয়সের ভারে কাজ করতে পারেন না। ফেলু পালের পিতা স্বর্গীয় কৃষ্ণপদ পাল, তাঁর পিতা স্বর্গীয় শ্রীধর পাল ও তাঁর পিতা স্বর্গীয় রাজচন্দ্র পালও কাঁরি প্রস্তুত করতেন। এই এলাকারই নবাসন, সোদাল, খাদিনান, সাবসিটের গদি গ্রামে শ্রীখোলের মাটি পাওয়া যায়। হাওড়া-খড়্গপুর ট্রেনলাইনের ঘোড়াঘাটা স্টেশনের অনতিদূরে এই মাদারী গ্রাম। গোপীকান্ত মেথুরমুনসিরহাট, হাওড়া-৭১১৪১০কালনা, পূর্ব বর্ধমান-৭১৩৪০৯

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in