মিনিম্যালিজিম’ ও ‘সিম্পলিসিটি’—এই দুটি শব্দের মধ্যে কোথাও বা একাত্মতার গন্ধ

উদ্বোধন-এর গত আশ্বিন ১৪৩১ সংখ্যায় প্রকাশিত প্রবন্ধ ‘অল্প লইয়া থাকি… : মিনিম্যালিজম’ এক অনবদ্য জীবনবোধের অনন্য প্রয়াস। ‘মিনিম্যালিজিম’ প্রসঙ্গে লেখকের বিশ্লেষণ বাস্তবিকই অন্য জীবন খুঁজে পাওয়ার যেন এক ‘ক্লারিয়ান কল’। ভোগবাদ যেখানে মানুষের জীবনকে অজানতেই এক অসম প্রতিযোগিতায় নিয়ে চলে এবং তার বিষবাষ্প মানুষে-মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, সেখানে নিবন্ধকার এক নতুন পথের সন্ধান দিয়েছেন। সাধুবাদ অবশ্যই প্রাপ্য তাঁর। মানবজীবনের উৎকর্ষসাধনে এধরনের প্রতিবেদন অত্যন্ত প্রয়োজন। ‘মিনিম্যালিজিম’ ও ‘সিম্পলিসিটি’—এই দুটি শব্দের মধ্যে কোথাও বা একাত্মতার গন্ধ পাওয়া যায়। তাই বুঝি বার্নার্ড শ-র ‘Simplicity in the ALPHA and OMEGA of style’ ও ‘মিনিম্যালিজিম’ হাত ধরাধরি করে এগিয়ে চলে বা চলতে চায়। জীবনের ধারা যতই সহজ সরল এবং ন্যূনতম যাপনের দ্বারা চালিত হবে, ততই আমরা উন্নত জীবন খুঁজে পাব। অধ্যাত্মবাদও আমাদের মন-উঠানে ধরা দেবে। এ এক উন্নততর জীবনদর্শন। যুগ যুগ ধরে মহাপুরুষরা এ-পথেই চলেছেন, সফলতার সা‌ক্ষী হয়েছি আমরা। লেখক ঠিকই বলেছেন, উত্তরণের পথে আমাদের ভাবতে হবে—‘তুমি আগে খুঁজে বের কর কোনটায় তোমার প্রকৃত সুখের অনুভব হচ্ছে’। যখনি এই বোধে আমরা উপনীত হব তখনি ‘মিনিম্যালিজিম’-এর শুরুর শুরু। তা বলে কৃচ্ছ্রতার সাথে এই বিষয়টিকে গুলিয়ে দেওয়া ঠিক নয়। চন্দন বন্দ্যোপাধ্যায়আলমবাজার, কলকাতা-৩৫ গত আশ্বিন ১৪৩১ সংখ্যার উদ্বোধন পত্রিকায় ‘সুবর্ণরৈখিক ভাষা’ প্রবন্ধে সুবর্ণরেখা নদীর উৎসমুখ প্রসঙ্গে যে-তথ্য দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে এই পত্র। পাঁচবছর আগে এই উৎসমুখ পরিদর্শনে গিয়েছিলাম। রাঁচি শহরের মূল কেন্দ্র থেকে প্রায় পনেরো কিলোমিটার দ‌ক্ষিণে পিসকা নাগরীর মেলাটিকরা গ্রামের কাছে রানিচুয়া মৌজায় সুবর্ণরেখার উৎসমুখ চিহ্নিত করা হয়েছে। ঝাড়খণ্ডের হাতিয়ায় সরকারিভাবে স্থাপিত একটি ফলক থেকে সে-কথাই জানা যাচ্ছে। স্থানীয় দুই আদিবাসী মানুষ বললেন—নদীর নাম ‘সবরনখা’। ঝাড়খণ্ড থেকে প্রকাশিত সংবাদপত্র ও সাময়িক পত্রিকায় লেখা হয় ‘স্বর্ণরেখা’। চৈতন্যদেবের বিখ্যাত জীবনীকাব্য শ্রীশ্রীচৈতন্য-ভাগবত-এ এই নদীর নাম ‘সুবর্ণরেখা’ এবং ‘স্বর্ণরেখা’—দুই-ই বলা হয়েছে। পরবর্তিকালে প্রকাশিত জয়ানন্দ রচিত চৈতন্যমঙ্গল কাব্যে এই নদী ‘স্বর্ণরেখা’ নামে বর্ণিত। ঝাড়খণ্ড থেকে এই নদী পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশায় প্রবেশ করেছে।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in