জ্ঞানী-গুণী ও সাধুজনের লেখার এ এক বিরাট সমাহার—যেন নানা ফুলের মালার মতোই
উদ্বোধন-এর গত ভাদ্র ১৪৩১ সংখ্যার প্রচ্ছদ ও বিষয়বস্তু সত্যিই অনবদ্য। সাহিত্যরসে সমৃদ্ধ এবং অনেক অজানা তথ্যে পরিপূর্ণ সংখ্যাটি বারে বারে পড়তে ইচ্ছে করছে। অনন্ত রসময় শ্রীকৃষ্ণলীলা ধারণ করেছিল যে বৃন্দাবনের পুণ্যভূমি, তার ইতিহাস একেবারে সজীব হয়ে ধরা দিয়েছে ছত্রে ছত্রে। সম্প্রতি বৃন্দাবন পরিভ্রমণে গিয়ে দেখলাম, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চ্যারিটেবল হসপিটালের সুবিশাল কর্মযজ্ঞে প্রতিদিন হাজার হাজার রোগীর বাস্তবিকই নরনারায়ণ-জ্ঞানে সেবা হচ্ছে। বৃন্দাবনের যেকোনো গাড়ির চালকই কালাবাবুর হাসপাতাল বললে একবারে দেখিয়ে দেয়। এতটাই জনপ্রিয় এই হাসপাতাল! বৃন্দাবনে যাওয়ার পর কন্যা অসুস্থ হলে শতবর্ষ পার হওয়া এই অসাধারণ হাসপাতালের অত্যাধুনিক পরিষেবা দেখে অবাক হয়েছি। কাজের চাপ থাকা সত্ত্বেও একেবারে সাধারণ কর্মী থেকে চিকিৎসক—সকলের মধুর ব্যবহার এবং কর্মতৎপরতায় যেকোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য। বৃন্দাবনের স্বাভাবিক ভক্তিযোগের বাতাবরণে গড়ে ওঠা এই সেবাযোগের ঐতিহ্য যে সংশ্লিষ্ট অসংখ্য কর্মযোগীর অবদানের ফল তা বুঝে নিতে অসুবিধা হয় না। সত্যজিৎ চক্রবর্তীবিবেকানন্দ পাড়া, ধূপগুড়ি উদ্বোধন-এর গত বৈশাখ ১৪৩১ সংখ্যায় পূজনীয় স্বামী নিয়তাত্মানন্দের লেখা ‘তপোভূমি রামকৃষ্ণ মঠ, বাগদা’ পড়ে সমৃদ্ধ হলাম। জানতে পারলাম জগজ্জননী শ্রীমা সারদাদেবীর কৃপাধন্য, স্বামী তপানন্দ ও স্বামী কৃষ্ণানন্দ পুরুলিয়ার বাগদা গ্রামে এসে মানুষের সেবায় এক অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। বাগদার মাটি তপোভূমিতে পরিণত হয়েছিল।উদ্বোধন-এর গত শ্রাবণ ১৪৩১ সংখ্যায় রামামৃত সিংহ মহাপাত্রের লেখা ‘পাথরবেড়িয়ার রঘুনাথজিউ মন্দির’ লেখাটি পড়ে ভাল লাগল। লেখক স্বল্প কথায় ঐতিহ্যশালী মন্দির ও দেবদেবীর যে-চিত্র তুলে ধরেছেন তা অনবদ্য এবং পাঠক-মনকে ছুঁয়ে গেছে। এই প্রসঙ্গে জানাচ্ছি, লেখাটির সঙ্গে মন্দিরের একটি চিত্র থাকলে মন্দিরটি দর্শনের ইচ্ছা পূর্ণ হতো। অসিত দত্তশিবপুর, হাওড়া-৭১১১০২ উদ্বোধন-এর গত আশ্বিন ১৪৩১ সংখ্যাটি পড়লাম। পত্রিকার বহিরাবরণ, কাগজ, মুদ্রণ, চিত্র এবং রচনাগুলি মিলে এবারের শারদ সংখ্যা এককথায় উত্তম। নানা ফুলের তোড়ায় দুর্গোৎসবে মা দুর্গা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ-কথা, দুই মহারাজের স্মৃতিসুধা, ভাষা-শিল্প-সংস্কৃতি-বিজ্ঞানচেতনার ওপর বিভিন্ন প্রবন্ধ ইত্যাদি নিয়ে এবারের পত্রিকা আকর্ষণীয়। তবে কবিতা বিভাগের অতি আধুনিক কবিতাগুলি সহজবোধ্য মনে হয়নি। প্রচ্ছদচিত্রটি শ্রীশ্রীচণ্ডীর শ্লোককে স্মরণ করিয়ে দেয়—“দেব্যা হতে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
