ত্য নবায়মান উদ্বোধন পত্রিকা আমাদের অভিসিঞ্চিত করে চলেছে। পাঠকের মন বিবিধ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠছে। ভাদ্র ১৪২৯ সংখ্যার ‘প্রাসঙ্গিকী’তে ঊর্মিলা সরকারের লেখায় আমার মনের কথা অনেকখানি প্রকাশ পেয়েছে। সাধুবাদ জানাই তাঁকে
ত্য নবায়মান উদ্বোধন পত্রিকা আমাদের অভিসিঞ্চিত করে চলেছে। পাঠকের মন বিবিধ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠছে। ভাদ্র ১৪২৯ সংখ্যার ‘প্রাসঙ্গিকী’তে ঊর্মিলা সরকারের লেখায় আমার মনের কথা অনেকখানি প্রকাশ পেয়েছে। সাধুবাদ জানাই তাঁকে। প্রচ্ছদ ও প্রচ্ছদ-ভাবনার অভিনবত্ব, শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজীর মহার্ঘ কথা ছাড়াও থাকছে সাধন-নির্দেশ সম্বলিত দুর্লভ নিবন্ধ। সেইসঙ্গে বিজ্ঞান, শিল্পকলা, সািহত্য, স্বাস্থ্য, সংগীত, অগ্নিযুগের কথা, নতুন সংযোজিত ‘পত্রিকা-প্রসঙ্গ’ প্রভৃতি বৈচিত্রপূর্ণ আলোচনা মনকে টানছে। বড়ই ভাল লাগে ‘দেবত্বের অনুভব’। অনেকসময় চারপাশের সাধারণ অথচ অসাধারণ মানুষদের আমরা চোখ মেলে চেয়ে দেখি না বলে শুধু বইয়ের পাতায় দেবত্বের সন্ধান করে ফিরতে হয়! হয়তো সেজন্যই এই ধরনের দৃষ্টান্ত সংগৃহীত। পাঠকগণের মনকে উঁচু তারে বাঁধার জন্য সম্পাদক মহারাজ ও সম্পাদকীয় বিভাগের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পার্বতী সেন ভট্টাচার্যকলকাতা-৭০০০৭৪
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in