বাঙালির দুর্গোৎসবের উপচারে সমস্ত সামগ্রীর মাঝে অবশ্যই সাহিত্য একটি নৈবেদ্য। সাহিত্যপাঠে আগ্রহীরা পুজোর সময় অপেক্ষা করে থাকেন শারদ পত্রিকা সংগ্রহ করার জন্য। কিন্তু আমরা কি জানি কবে প্রথম শারদ সংখ্যার সূচনা হয়েছিল? এর উত্তর—উনিশ শতকে।

“১২৮০ বঙ্গাব্দের ১০ আশ্বিন কেশবচন্দ্র সেনের সাপ্তাহিক পত্রিকা ‘সুলভ সমাচার’ এক পয়সা দামের ‘ছুটির সুলভ’ প্রকাশ করে ঠিক পুজোর আগেই।” কেননা বাঙালির পুজোর ছুটি কাটানোর অব্যর্থ উপকরণের মধ্যে থাকে সমকালীন সাহিত্য-যাপন। সাহিত্যকে সঙ্গী করে শারদ পত্রিকা ধীরে ধীরে বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে।

এবারের পুজোয় ‘হরপ্পা’ পত্রিকার বর্তমান সংখ্যায় বাঙালির উনিশ ও বিশ শতকের পুজোর বই ও পত্রিকার নানান প্রেক্ষিত ও প্রবণতাকে সামনে রেখে নির্মিত হয়েছে দুর্গাপুজোর একেবারে অন্য সাংস্কৃতিক ইতিহাসের রূপরেখা। এই ব্যতিক্রমী ভাবনার রূপায়ণ আপামর বাঙালি পাঠককে মুগ্ধ করবে।