বাংলার বিভিন্ন জনপ্রিয় লোক-আঙ্গিকের মধ্যে পুতুলনাচ অন্যতম। আট থেকে আশি
বাংলার বিভিন্ন জনপ্রিয় লোক-আঙ্গিকের মধ্যে পুতুলনাচ অন্যতম। আট থেকে আশি সকলের মনোরঞ্জনের জন্য এ এক বিনোদন-মাধ্যম। গ্রামীণ মানুষজনের কাছে পুতুলনাচ মানে কৌতূহল আর আকর্ষণে ভরা জমজমাট আসর। একটি কাঠের পুতুল যখন দক্ষ শিল্পীর সঞ্চালনায় জীবন্ত হয়ে আসরে এসে হাত-পা নেড়ে সংলাপ বলে, গান গায় তখন বিশেষ করে কচিকাঁচারা খুশিতে ডগমগ হয়ে ওঠে। তাদের কৌতূহলী মন অভিভাবকদের কাছে তুলে ধরে নানান প্রশ্ন। পুতুলনাচের প্রতি আকর্ষণ মানব-মনের খুব গভীরে। সেজন্যই বোধ হয় খেলনা পুতুল দেখে শিশুরা কান্না ভুলে যায়। প্রাচীনকাল থেকে পুতুলনাচ সমাজের সর্বশ্রেণির সব বয়সের বিনোদনের সঙ্গী। রাজশেখর বসুর চলন্তিকা অনুসারে ‘পুতুল’ শব্দের অর্থ—মানুষ, জন্তু ইত্যাদির মূর্তি (যেমন—মাটির পুতুল)। ‘পুতুলনাচ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘puppetry’, ‘puppet show’, ‘puppet theatre’, ‘marionette’ ইত্যাদি। The Encyclopedia Britannica (V. 26)-এ ‘puppetry’-এর যে-সংজ্ঞা দেওয়া হয়েছে তার অর্থ—মানুষের দ্বারা নাটকীয় কলাকৌশলের মাধ্যমে পরিচালিত একটি নির্জীব বস্তু। ‘Puppetry’ বা ‘পুতুলনাচ’ প্রকৃত অর্থে শুধু পুতুলনাচ নয়, পুতুল সংক্রান্ত যাবতীয় কিছুকেই বোঝায়। ডঃ আশুতোষ ভট্টাচার্য বলেছেন : “বাংলার পুতুলনাচ প্রকৃতপক্ষে নৃত্য নয়, অভিনয় মাত্র, ইহাকে লোকনাট্য বলা যত সঙ্গত, লোকনৃত্য বলা তত সঙ্গত হয় না। তবে বাংলাদেশে নাট্যের সঙ্গে নৃত্য বহুকাল যাবৎ সম্পর্কযুক্ত হইয়া আছে। সেই সূত্রেই যতখানি নৃত্য পুতুলনাচের মধ্যে প্রবেশ করিতে পারিয়াছে, কেবলমাত্র ততখানি নৃত্যই ইহাতে আছে তদতিরিক্ত কিছুই নাই।”১ বস্তুত, পুতুলনাচে শুধুমাত্র পুতুলের নাচ থাকে না, এটি একটি পূর্ণাঙ্গ নাটক বা লোকনাটকের অর্থে ‘পালা’। কারণ, পুতুলনাচের নির্দিষ্ট একটি কাহিনি থাকে, যার ওপর নির্ভর করে সজ্জিত হয় পুতুলগুলি। প্রত্যেকটি চরিত্র নির্মিত হয় ভিন্ন ভিন্ন পুতুলে। নাটকের ক্ষেত্রে যেমন নৃত্য বাধ্যতামূলক নয়, কিন্তু এখানে প্রতিটি পালায় নৃত্যের একটা পরিসর থাকে। সেখানে নৃত্যকে আকর্ষণীয় করে তোলার জন্য আলাদাভাবে ‘নাচনি পুতুল’ নির্মিত হয়। তবে নাচনি পুতুলের নাচ থাকার কারণে পুতুলনাচকে নাচের আঙ্গিকে আখ্যায়িত করা যুক্তিসংগত হবে না। নৃত্য, গীত, বাদ্য, সংলাপ—অভিনয়ের এই চারটি উপকরণ নিয়ে নাটক। এছাড়াও কারুকর্মের একটা বিশেষ ভূমিকা রয়েছে। মানুষের আনন্দ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in