কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ফুল ফুটুক, তবেই বসন্ত’—এই বিশ্বাসের বিপরীতে প্রথম জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন পদাতিকের কবি পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায়।
ঋদ্ধি সম্পা : তন্ময় ভট্টাচার্য ৮, সদগোপ পাড়া রোড, ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা ২০০.০০ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ফুল ফুটুক, তবেই বসন্ত’—এই বিশ্বাসের বিপরীতে প্রথম জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায়। তাঁর ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’র শব্দবন্ধ প্রকাশমাত্রই প্রবাদে পরিণত হয়ে গেছে। বস্তুত, যেকোনো ইতিবাচক প্রয়াস আমাদের জীবন ও কর্মে বসন্তের সৌরভের মতো। দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বৃহত্তর বোধের যে-উন্মেষ ঘটে, তাতেই আমাদের মন বহু বর্ণের ফুলে সুরভিত হয়। জীবনের সরোবরে ফুলের সৌরভ তাই শীত আর বসন্তের জন্যই অপেক্ষমাণ নয়। বাংলার প্রতিটি পত্রিকা সেই শুভ কাজ দিয়ে যেন এক-একটি সরোবরের মতো হয়ে উঠেছে। তাতে সময়ের আয়োজনে নানান সংখ্যার কলরব যেমন শোনা যায়, তেমনি তাদের সৌরভে বাংলার সহৃদয় পাঠককুল আমোদিত হয়। ঋদ্ধি পত্রিকা তাদের সাম্প্রতিক আয়োজনে বিষয় হিসাবে তুলে ধরেছে সুভাষিত পুষ্পদলকে। ফুলকে নিয়ে সুপরিকল্পিত সংখ্যায় যে ‘পুষ্পচরিত’ নির্মিত হয়েছে, তার ব্যাপ্তি ও সমৃদ্ধি একইসঙ্গে মনোহর ও আনন্দবর্ধক। গদ্য দিয়ে সৃজিত পুষ্পভাষ্যের এই সমাহার দেখে এই হেমন্তেও আমাদের হয়তো মনে হবে ‘আজ বসন্ত’।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in