পত্রিকা আমাদের নিত্যসঙ্গী। দিনবদলের কাহিনি লেখা হয় তাতে। আর এই দিনবদলের সঙ্গে সঙ্গে ঘটনা, প্রে‌ক্ষিতও

পত্রিকা আমাদের নিত্যসঙ্গী। দিনবদলের কাহিনি লেখা হয় তাতে। আর এই দিনবদলের সঙ্গে সঙ্গে ঘটনা, প্রে‌ক্ষিতও যায় বদলে। বর্তমান থেকে তা হয় অতীত, ক্রমে হয়ে যায় ইতিহাস। তবু নিরন্তর তার পথচলা। বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ও পথচলায় বহু শতক ধরে বিভিন্ন সম্পাদক ও তাঁদের সম্পাদিত পত্র-পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েেছ। এই পত্র-পত্রিকাগুলিই লেখ্য বাংলার বিবর্তনের দলিল হয়ে রয়ে গিয়েেছ। বাংলা সংবাদপত্র প্রকাশ বঙ্গদেশের একটি ঐতিহাসিক ঘটনা। ব্রিটিশ সরকার নিজেদের সুবিধার্থে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করে। তারই হাত ধরে ১৭৮০-র ২৯ জানুয়ারি জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় Bengal Gazette প্রকাশিত হয়। ১৮১৮ সালে শ্রীরামপুরে মিশনারিদের উদ্যোগে প্রকাশিত হয় দিগদর্শন মাসিক পত্রিকা। ১৮৩১ সালের ২৮ জানুয়ারি ঈশ্বর গুপ্ত প্রথম সাপ্তাহিক পত্রিকা সংবাদ প্রভাকর প্রকাশ করেন। কিছুদিন পরে সাময়িকভাবে এই পত্রিকা বন্ধ হয়ে যায়। সমাচার চন্দ্রিকা এই প্রসঙ্গে লেখে—“এই‌ক্ষণে ঐ প্রভাকর প্রায় এক বৎসর চারিমাস বয়স্ক হইয়া ৬৯ সংখ্যক কিরণ প্রকাশ করিয়া গত ১৩ জ্যৈষ্ঠ, শুক্রবার অস্তাচলচূড়া অবলম্বন করিয়াছেন।”১ এর প্রায় চার বছর পর স্বমহিমায় ফিরে আসে সংবাদ প্রভাকর। টানা তিন বছর সপ্তাহে তিনবার করে প্রকাশিত হতো এই পত্রিকা। ১৮৩৯ সালে অর্থাৎ ১২৪৬ বঙ্গাব্দের ১ আষাঢ় নতুন রূপে আত্মপ্রকাশ করে দৈনিক সংবাদ প্রভাকর। এটি ছিল বেশ স্থূলকায় এবং সেখানে ‘সর্ব্বাগ্রে জগদীশ্বরের মহিমা বর্ণনা, নীতিকাব্য ও বিখ্যাত মহাত্মাদিগের জীবনবৃত্তান্ত প্রভৃতি গদ্যপদ্য, পরিপূরিত উত্তম উত্তম প্রবন্ধ এবং সর্বশেষে—মাসের সমুদয় ঘটনা’২ ইত্যাদি ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকা সম্পর্কে মনে করতেন—“এই প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের অদ্বিতীয় কীর্তি।… নিত্যনৈমিত্তিকের ব্যাপার, রাজকীয় ঘটনা, সামাজিক ঘটনা এ সকল যে রসময়ী রচনার বিষয় হইতে পারে, ইহা প্রভাকরই প্রথম দেখায়। আজ শিখের যুদ্ধ, কাল পৌষপার্বণ, আজ মিশনারী, কাল উমেদারী—এ সকল যে সাহিত্যের অধীন, সাহিত্যের সামগ্রী, তাহা প্রভাকরই দেখাইয়াছিলেন।”৩ এর প্রায় চোদ্দ বছর পরে ১২৬০ বঙ্গাব্দের (১৮৫৩ সাল) বৈশাখ মাসে ঈশ্বর গুপ্ত সংবাদ প্রভাকর-এর মাসিক সংস্করণ করেন—যেখানে তিনি কবিগান, হাফ আখড়াই, টপ্পা ইত্যাদি বিষয়ে আলোচনা এবং কবিজীবনকথা (রামপ্রসাদের কালীকীর্তন, ১৮৩৩;...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in