সম্প্রতি সঙ্গীতসাধক দিলীপকুমার,—টলস্টয়, রোমাঁ রোলাঁ ও ফরাসী গায়িকা (সম্ভবত)

কালের নিয়মে অসংখ্য সাময়িক পত্র-পত্রিকা আত্মপ্রকাশের শুভ সূচনা করে বিলীন হয়ে গেছে, শুধু রয়ে গেছে তাদের অমূল্য রচনার রত্নসম্ভার। ব্যতিক্রম স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকা। আমরা মনোনিবেশ করেছি সেই সমস্ত বিস্মৃত পত্রিকার পাতায়। গবেষক বিজন ঘোষাল অসীম মন নিয়ে তুলে আনছেন রামকৃষ্ণ-বিবেকানন্দ পরিমণ্ডলের নানান প্রাসঙ্গিক রচনা, যা আমাদের সমৃদ্ধ করবে।—সম্পাদক মার্কিন মহিলা কবি ও স্বামী বিবেকানন্দপ্রিয়রঞ্জন সেন সম্প্রতি সঙ্গীতসাধক দিলীপকুমার,—টলস্টয়, রোমাঁ রোলাঁ ও ফরাসী গায়িকা (সম্ভবত) মাদাম কাল্‌ভের উপর বিবেকানন্দের প্রভাব সম্বন্ধে বাঙালী পাঠককে কিছু জানাইয়াছেন। বর্তমানে এই ‌ক্ষুদ্র প্রবন্ধে আমরা আমেরিকার মহিলা কবি এলা হুইলার উইল্‌কক্সের সম্বন্ধে বিশেষ করিয়া বলিতে চাই; তাঁহার সঙ্গে স্বামীজির পরিচয় ঘটিয়াছিল এবং সে পরিচয় তাঁহার প‌ক্ষে নিতান্ত ব্যর্থ হয় নাই। মার্কিন কবি মিসেস্ এলা হুইলার উইল্‌কক্সের (Ella Wheler Wilcox) নাম এদেশে নিতান্ত অজ্ঞাত নয়; অনেকেই তাঁহার রচিত কবিতা বাল্যে ও কৈশোরে পড়িয়াছেন; তাঁহার Poems of Cheer, Poems of Pleasure ইত্যাদি কাব্যগ্রন্থ সুকুমারমতি কিশোরকিশোরীর সমূহ উপযোগী। উন্নত চিন্তা তাহাদের সরল ছন্দের ঝঙ্কারের মধ্য দিয়া বহুজনের জীবনের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। তিনি যেরূপ ওজস্বিনী ভাষায় পবিত্র কর্ম্ম ও সাধুচিন্তার কথা কাব্যে বলিয়াছেন, তাহাতে কিশোর অবস্থায় জীবনের উপর একটা কল্যাণের রেখা পড়িয়া যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। চিকাগো ধর্ম্মমহাসভার পর স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় অবস্থিতি করিয়া সাধারণের মধ্যে যোগশি‌ক্ষা দিতেছিলেন তখন এই মহিলা কবি তাঁহার সংস্পর্শে আসেন। মিসেস উইল্‌কক্স আত্মজীবনী লিখিতে গিয়া সে কথা বলিয়াছেন। এলা হুইলার উইল্‌কক্স যেবার চিকাগো সম্মিলনী ও ধর্ম্মমহাসভা হয় তাহার পর বৎসর স্বামীজি নিউইয়র্কে আসিয়া ধর্ম্ম সম্বন্ধে কয়েকটি বক্তৃতা দেন। মিসেস উইল্‌কক্সের স্বামী তখন ব্যবসা বাণিজ্য ব্যাপারে বড়ই বিব্রত ছিলেন, তাঁহার মনের অবস্থা তখন বড় ভাল ছিল না, কিন্তু সব দিক বজায় রাখিতে গেলে মনস্থির করিতে হয়, এই কারণে সে সময় তাঁহার প্রভূত সাহসের প্রয়োজন ছিল। একদিন সন্ধ্যাকালে আহারািদর পর অপ্রত্যাশিতরূপে মিসেস্ উইল্‌কক্সের নামে একখানি পত্র আসিয়া উপস্থিত; স্বামীজি কবে ও কোথায় বক্তৃতা দিবেন তাহা...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in