পৃথিবীর সর্বকালের ইতিহাসে প্রথম সারির অন্যতম বিপ্লবী হলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাঁর দর্শন-মনন-কর্মকাণ্ডের যে-মাত্রায় চর্চা হওয়া উচিত ছিল তা হয়নি।
পৃথিবীর সর্বকালের ইতিহাসে প্রথম সারির অন্যতম বিপ্লবী হলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাঁর দর্শন-মনন-কর্মকাণ্ডের যে-মাত্রায় চর্চা হওয়া উচিত ছিল তা হয়নি। তবুও ভরসার জায়গা হলো নেতাজী সুভাষচন্দ্রের বিষয়ে ব্যক্তিগত আগ্রহে অনেক মননশীল মানুষ কাজ করে চলেছেন। আমাদের আলোচ্য দশদিশি পত্রিকাও নেতাজীর স্মরণে মূল্যবান সংযোজন। বর্তমান যুগ্মসংখ্যায় ‘নেতাজী সুভাষচন্দ্র বসুর চিন্তাদর্শন, পরিকল্পনা, কর্মকাণ্ড এবং আপসহীন ব্রিটিশবিরোধী মনোভাব যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেখায় চেনায়’ তার তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ রয়েছে। সর্বোপরি নেতাজী সুভাষচন্দ্র বসুকে ঘিরে থাকা যাবতীয় তথ্য, তত্ত্ব ও ভাবনা-চিন্তাকে সুপরিকল্পিতভাবে এই সংখ্যায় ধরা হয়েছে। নেতাজী-চর্চার ক্ষেত্রে অবশ্যই এটি একটি মূল্যবান সংযোজন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in