উদ্বোধন পত্রিকার কোনো সংশাপত্র ভাষায় দেওয়া সম্ভব নয়। স্বয়ং স্বামীজী যার উদ্বোধক, তার সম্পর্কে

উদ্বোধন পত্রিকার কোনো সংশাপত্র ভাষায় দেওয়া সম্ভব নয়। স্বয়ং স্বামীজী যার উদ্বোধক, তার সম্পর্কে কিছু বলার চেষ্টা বাতুলতা মাত্র। তবে ‘কথাপ্রসঙ্গে’ বিভাগে এত সুন্দর ভাবনার প্রকাশ দেখা যাচ্ছে যে, কিছু কথা বলতে ইচ্ছে করল। গত জ্যৈষ্ঠ মাসের ‘শ্রবণে মঙ্গল’ বিষয়-ভাবনাটি অতি সুন্দর। সত্যিই আমরা শুনতে চাই না—বলতে চাই, জ্ঞান দিতে চাই, উপদেশ দিতে চাই। প্রকৃতপক্ষে নিজের আমিত্বকে জাহির করে বেড়াতে চাই। স্বামী সারদানন্দজীর দৃষ্টান্ত এ‌ক্ষেত্রে আমাদের পথপ্রদর্শক। সবথেকে ভাল লেগেছে নীরবতা নিয়ে শেষ অংশটি। সত্যিই, নীরবতা অনেক কথা বলে। তবে ‘আমিত্বের অভাব’ ধারণাটি আমার কাছে অভিনব। শ্রাবণ মাসের ‘বিনম্র’ লেখাটিও অত্যন্ত মনোগ্রাহী। অনেক ‌ক্ষেত্রে আমরা অপ্রাসঙ্গিক বিষয়ে সময় ব্যয় করে ফেলি, তাতেই সমস্যার সৃষ্টি হয়। সত্যিই তো, যে-ব্যক্তির জীবন যথাযথ বিকাশলাভ করেনি, সে সমাজের বিকাশে কীভাবে অংশগ্রহণ করবে! নিজের বিকাশের জন্যই আমাদের নাস্তির বেড়ার প্রয়োজন। বস্তুত, বর্তমান সময়ে আধ্যাত্মিক ও নৈতিক বিকাশই মানুষকে নতুন করে বঁাচার পথ দেখাতে পারে। এই লেখাগুলির মধ্য দিয়ে আবার নতুন করে ভাবনার উন্মেষ ঘটবে—এই কামনা রাখি। শর্মিষ্ঠা ঘোষকলকাতা

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in