দেখো, বিচার করা, মনের নানা সংশয় দূর করা, জপধ্যান ইত্যাদি করা—সব হল চিত্তের শুদ্ধতা আনার জন্য, কিনা এসব অনিত্য জিনিস থেকে,

দেখো, বিচার করা, মনের নানা সংশয় দূর করা, জপধ্যান ইত্যাদি করা—সব হল চিত্তের শুদ্ধতা আনার জন্য, কিনা এসব অনিত্য জিনিস থেকে, মনের বিক্ষিপ্ততা থেকে, মনকে গুটিকে শুদ্ধ করে তাঁর সান্নিধ্যলাভের জন্য ব্যাকুল হওয়া। তারপর তাঁর কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো—সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন? এই যা করছ, এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে। সেবায় বনের পশুপাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত, সব বশ। কাজেই এখন আর মন খারাপ না করে যেমন  করছ  করে  যাও।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in