যেকোনো বৃহৎ প্রতিষ্ঠানের ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকে তার স্বপ্ন, নির্মাণ ও বিবর্তনের কাহিনি। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানকে কেন্দ্র
সেবাতীর্থ নরেন্দ্রপুরসূচনা ও বিস্তারসংকলক ও সম্পাদক :প্রশান্ত কুমার গিরিপ্রকাশক :স্বামী শাস্ত্রজ্ঞানন্দসম্পাদকরামকৃষ্ণ মিশন আশ্রমনরেন্দ্রপুরকলকাতা-১০৩৪৫০.০০ যেকোনো বৃহৎ প্রতিষ্ঠানের ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকে তার স্বপ্ন, নির্মাণ ও বিবর্তনের কাহিনি। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিবর্তিত হয় সেই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন। তার সৌরভ ক্রমশ ছড়িয়ে পড়ে দিক-দিগন্তে। তেমনই এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। স্বাধীনতা-পূর্বের এক উত্তাল সময়ে পাথুরিয়াঘাটা থেকে কীভাবে আজকের নরেন্দ্রপুর আশ্রমের সূচনা হলো, বিপুল বিস্তার ঘটল—সেই প্রেরণাদীপ্ত কাহিনি বিধৃত হয়েছে সেবাতীর্থ নরেন্দ্রপুর—সূচনা ও বিস্তার গ্রন্থে। আট দশক পূর্বে ১৯৪৩ সালে রামকৃষ্ণ মিশনের একটি শাখাকেন্দ্ররূপে জন্ম নেওয়া এই প্রতিষ্ঠান আজও তার আদর্শ ও ঐতিহ্যকে সযত্নে আগলে রেখেছে। সংঘের প্রাচীন সাধুদের স্মৃতিচারণা, বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ আশ্রম-ইতিহাস এবং আপন স্মৃতির সরণি বেয়ে এই অপূর্ব গ্রন্থটি নির্মাণ করেছেন ডঃ প্রশান্ত কুমার গিরি। আশ্রমের ‘কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ’ ছাড়াও এই গ্রন্থে স্থান পেয়েছে আশ্রমের বিভিন্ন বিভাগ কীভাবে ধীরে ধীরে বেড়ে উঠেছে তার ইতিহাস। স্থান পেয়েছে আশ্রমকেন্দ্রিক বহু অজানা কাহিনি। সম্পূর্ণ আর্ট পেপারে ছাপা, তথ্য ও বিভিন্ন দুর্লভ ছবির সংকলনে ছোট্ট অ্যালবাম-সদৃশ এই বইটি যেভাবে রূপ পরিগ্রহ করেছে, তাতে আশা করা যায় যেকোনো রামকৃষ্ণ-ভাবানুরাগী মানুষের মনকে প্রশান্তি দেবে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in