অবনীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সুযোগ্য শিষ্য নন্দলাল বসু সম্পর্কে পড়তে পড়তে মনে হয়, শিল্প-বিষয়ক আর

অবনীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সুযোগ্য শিষ্য নন্দলাল বসু সম্পর্কে পড়তে পড়তে মনে হয়, শিল্প-বিষয়ক আর কিছু হয়তো বলার নেই। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ভারতশিল্পের ষড়ঙ্গ, দৃষ্টি ও সৃষ্টি, শিল্পকথা—প্রত্যেকটি বই–ই আমােদর বিস্ময়ে মুগ্ধ করে। মনে হয় শিল্প-বিষয়ক এধরনের মনোজ্ঞ কথা যাঁরা বলে গিয়েছেন তাঁদের কী মহান ব্যক্তিত্ব, দৃষ্টিশক্তি ও চিন্তাশক্তি! শিল্পাচার্য নন্দলাল বসুর শিল্পসাধনায় ছিল এক শুদ্ধ সংযত ভাব এবং তা আজও আমাদের দৃষ্টি ও অন্তরকে এক পবিত্র ভাবনায় ভাবিত করে, আনন্দ দেয়। বিহারের মুঙ্গের জেলার খড়্গপুর গ্রামে ১২৮৯ বঙ্গাব্দের ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৮৮২) নন্দলাল বসুর জন্ম। পিতা পূর্ণচন্দ্র বসু, মাতা ক্ষেত্রমণি দেবী। বসু-পরিবারের পূর্বতন নিবাস হুগলি জেলার তারকেশ্বরের নিকট জেজুর গ্রামে। পিতার কর্মস্থল খড়্গপুরে ও দ্বারভাঙার বিভিন্ন বিদ্যালয়ে নন্দলালের প্রাথমিক শিক্ষালাভ। এই সময়েই বিচিত্র পুতুল ও দেবদেবী গড়ায়, বিবিধ শিল্পকাজে তাঁর উৎসাহ দেখা যায়। বছর পনেরো বয়সে নন্দলাল কলকাতায় আসেন। ২০ বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এর কিছুকাল পর সরকারি আর্ট স্কুলে গিয়ে দেখা করেন অবনীন্দ্রনাথের সঙ্গে এবং সেখানে ভর্তি হন। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ছাড়া এসময়ে তঁার শিক্ষক ছিলেন লালা ঈশ্বরী প্রসাদ, হরিনারায়ণবাবু ও প্রখ্যাত ই. বি. হ্যাভেল। নন্দলাল আর্ট স্কুলে শিক্ষালাভ করেন পাঁচ বছর। এই সময়ের মধ্যেই কর্ণের সূর্যপূজা, গরুড়স্তম্ভতলে শ্রীচৈতন্য, কৈকেয়ী, শিব ও সতী, নৌকাবিহার, ভীষ্মের প্রতিজ্ঞা, দময়ন্তীর স্বয়ম্বর, শিবের তাণ্ডবনৃত্য, জতুগৃহদাহ, অন্নপূর্ণা, সতী, সুজাতা, আরব্যরজনী—এইসব সুবিখ্যাত আর সুপরিচিত ছবিতে স্বাক্ষর রাখেন আপন প্রতিভার। ‘শিব-সতী’ ও ‘সতী’ ছবিদুটি এঁকে ভারতীয় প্রাচ্যকলামণ্ডলীর প্রথম চিত্রপ্রদর্শনীতে তিনি ৫০০ টাকা পুরস্কার পান (১৯০৮) এবং প্রবীণ শিল্পী প্রিয়নাথ সিংহের সাহচর্যে রাজগীর, বুদ্ধগয়া, বারাণসী, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ পরিভ্রমণে উত্তরভারতের প্রবহমান শিল্প ও সংস্কৃতির অন্তরঙ্গ পরিচয় লাভ করেন। অল্পকাল পরে তিনি অর্ধেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় ও রাধাকুমুদ মুখোপাধ্যায়ের সঙ্গীরূপে শ্রীক্ষেত্র থেকে কন্যাকুমারী অবধি দক্ষিণভারতের অধিকাংশ তীর্থনগরী, যা শিল্পনগরীও বটে, দেখে আসেন। কোনারকের সূর্যমন্দিরের অপূর্ব স্থাপত্য ও মূর্তিকলার সঙ্গে তাঁর সাক্ষাৎ পরিচয়লাভ আরো পরে। ১৯০৯...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in