শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘের নদীমাতৃক বাংলায় কালের প্রবাহে একের পর
বাংলার হারানো নদীর ইতিকথাপ্রীতিতোষ রায়প্রকাশক : কোডেক্স, কলকাতা২৫০.০০ শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্ঘের নদীমাতৃক বাংলায় কালের প্রবাহে একের পর এক নদী যে হারিয়ে গেছে, তারই ইতিকথা রচনা করেছেন গ্রন্থকার প্রীতিতোষ রায়। এক কালের উচ্ছল নদী অন্য কালে এসে কেমন নিশ্চল হয়ে পড়েছে তা ভাবলে বিস্ময় জাগে। স্রোতস্বিনী সেই নদীদের কথা আজ কেবলমাত্র কাহিনির উপাদান হয়ে রয়ে গেছে। সেইসব হারানো নদী আর তার প্রবাহপথের দুই পাড়ের ইতিহাস জানার উপাদান আমাদের কাছে অল্পই। পৌরাণিক কাহিনি ও লোকসাহিত্যের মধ্যে যেটুকু খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনভাবে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান চোখে পড়ে না। গ্রন্থকার এই সমস্ত উপাদানের সাহায্যেই আমাদের হৃতগৌরবের ইতিকথা শোনাতে বসেছেন, অবশ্য শুনে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার থাকে না! কিন্তু প্রশ্ন হলো, এর পরেও কি আমরা নদী বিষয়ে সচেতন হব না? এই চেতনা জাগ্রত করাতেই বইখানির সার্থকতা।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in