ইতিহাস, ভূগোল, পুরাতত্ত্ব, ভাষাতত্ত্ব সবদিকেই অবাধ বলিষ্ঠ বিচরণ ছিল রাজেন্দ্রলাল মিত্রের। তাঁর সারস্বতচর্চার
রাজেন্দ্রলাল মিত্রঅলোক রায়প্রকাশক :নারায়ণচন্দ্র ঘোষঅক্ষর প্রকাশনী১৮এ, টেমার লেন কলকাতা-৯৫০০.০০ ইতিহাস, ভূগোল, পুরাতত্ত্ব, ভাষাতত্ত্ব সবদিকেই অবাধ বলিষ্ঠ বিচরণ ছিল রাজেন্দ্রলাল মিত্রের। তাঁর সারস্বতচর্চার তথ্যবহুল আলোচনা করে লেখক অলোক রায় তাঁকে উনিশ শতকীয় নবজাগরণের অন্যতম ফসল বলেছেন। তাঁর সম্পর্কে বিবিধ বিষয়ে আলোচনাসমৃদ্ধ এই গ্রন্থে লেখক রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদিত বিবিধার্থ-সংগ্রহ ও রহস্য-সন্দর্ভ পত্রিকার সূচিপত্রের সংকলন করেছেন, যা গবেষণার পথকে সুগম করবে। বিপুল নিষ্ঠা ও গভীর অনুধ্যানের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে (আলোচ্য গ্রন্থের গ্রন্থপঞ্জি দেখলে সেটি স্পষ্ট হয়) রাজেন্দ্রলাল মিত্রের জীবন ও কর্মকাণ্ডকে দুই মলাটের মধ্যে পাঠকের সামনে উপস্থিত করেছেন লেখক। প্রথম প্রকাশের অর্ধশতক পর রাজেন্দ্রলাল মিত্রের জন্মের দ্বিশতবর্ষে এই গবেষণাগ্রন্থের পুনর্মুদ্রণ করে বাঙালির প্রাচীন গৌরবময় সারস্বত সাধনার ধারাকে স্মরণ করিয়ে দিতে চেয়েছে প্রকাশক। এই প্রচেষ্টা বিদ্যাচর্চার সাথে যুক্ত সকলের কাছে গ্রহণীয় হবে আশা করা যায়।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in