একটা বেপথু হাওয়া এসে হঠাৎ মনের জানলায় আলগোছে যখনি দোলা দেয়, মনটা তখনি নেচে ওঠে ভ্রমণের হাতছানিতে। ভ্রমণপিপাসু
একটা বেপথু হাওয়া এসে হঠাৎ মনের জানলায় আলগোছে যখনি দোলা দেয়, মনটা তখনি নেচে ওঠে ভ্রমণের হাতছানিতে। ভ্রমণপিপাসু মনটা তখন রাজহংসের মতো উড়ে চলে ‘হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে’। ভ্রমণের নেশা বড় কঠিন। এ নেশায় মত্ত হয়ে মানুষ দিনের পর দিন ছুটে বেরিয়ে পড়ে নতুন কিছুর খোঁজে। এ নেশায় ক্লান্তি নেই, শান্তি আছে। ভ্রমণপথের নেশায় চলতে চলতে এভাবেই একবার আমরা এসে গিয়েছিলাম গুজরাটের সোমনাথ থেকে দিউর পবিত্র দেবস্থান ফুদামে। সোমনাথে অচেনা এক পথের সাথির কথায় ভ্রমণসূচি পরিবর্তন করে দিউতে এসে সত্যি আমরা সেবার পেয়েছিলাম মনের এক অতুলনীয় খোরাক। সেখানকার সমুদ্রের মাঝে শান্ত পরিবেশে গুহামন্দিরে মহাভারতীয় যুগের উজ্জ্বল কালোপাথরের অতি প্রাচীন পঞ্চলিঙ্গ মহাদেবকে দর্শন করে মনে পেয়েছিলাম অফুরন্ত তৃপ্তি। দেখার সুযোগ হয়েছিল জোয়ারের সময় এই উত্তাল সমুদ্রও যেন মাথা নত করে ভক্তিভরে সর্বশক্তিমান অসীম ক্ষমতার অধিকারী বাবা ভোলানাথের কাছে তার পবিত্র বারিধারা নিয়ে শ্রদ্ধানিবেদন করে। ভ্রমণপিপাসু পর্যটকদের মনে দিউ ভ্রমণের এই মধুর স্মৃতি চিরসম্পদ হয়ে রয়ে যায়। কয়েকদিনের ছুটিতে গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত সোমনাথ মন্দির ও অন্য কয়েকটি স্থান দর্শনের পর এবার এখান থেকে ফিরে যাওয়ার পালা। বিকালে তাই আরেকবারের মতো সোমনাথের দর্শন সেরে চলে এলাম কাছে সি-বিচে বসে সূর্যাস্ত উপভোগ করতে। মন্দির থেকে ফিরে মনটা তৃপ্তিতে ভরে আছে আমাদের। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই সোমনাথ। আদি সোমনাথ মন্দিরে জ্যোতির্লিঙ্গের প্রকট হওয়ার পৌরাণিক কাহিনি রয়েছে। দক্ষ প্রজাপতি রোহিণী-সহ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, চিত্রা, স্বাতী ইত্যাদি সাতাশটি কন্যার বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে। কিন্তু চন্দ্রদেবের বেশি অনুরাগ ছিল সুন্দরী কন্যা রোহিণীর প্রতি। বাকি কন্যাদের মারফত এই চরম অবহেলার সংবাদ দক্ষের কানে পৌঁছালে তিনি চন্দ্রদেবকে নানাভাবে বোঝালেন কিন্তু কোনো ফল পেলেন না, শেষে তাঁকে অভিশাপ দিলেন ক্ষয়রোগ হওয়ার। চন্দ্রের জ্যোতি দিন দিন ম্লান হতে লাগল। বিশ্বজগতের সবাই তখন মৃতপ্রায়। সৃষ্টি ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। অগত্যা দেবতারা ব্রহ্মার শরণ নিলেন। পিতামহ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in