তর্কপ্রিয় বাঙালির প্রধান অস্ত্র হলো তার তত্ত্ববোধ, যা কি না অস্পষ্ট, অগভীর ও বিতর্কিত! সাহিত্যেও তার ব্যতিক্রম নেই। বাংলা লিটিল ম্যাগাজিন চর্চায় তত্ত্বের সুলুক সন্ধানের খোঁজ তাই সেভাবে চোখে পড়ে না। তবে লিটিল ম্যাগাজিন চর্চায় যেটা বারবার নজরে আসে তা হলো নতুন কিছু করার বা ভাবার প্রচেষ্টা।
‘গহন’ পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যায় এই অনুসন্ধানটি সবচেয়ে বেশি চোখে পড়ে। একেবারে প্রথম সংখ্যাতেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি দিকের তত্ত্বকে ধরে এই সংখ্যা যে নির্মিত হয়েছে তা এককথায় অনবদ্য। আপাত-জটিল তত্ত্বকে বিষয় করেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে খোলামেলা আলোচনার পরিসর তৈরিতে যে সদর্থক ভূমিকা গ্রহণ করা হয়েছে এই সংখ্যায়, তাকে সাধুবাদ জানাতেই হয়।