জীবনপথের অন্ধকার মুহূর্তে মহাপুরুষদের অন্তরের দিব্যজ্ঞানের আলো আমাদের
পশ্চিমের রবিরশ্মিতে মহাজীবনকথাড. জীবন কৃষ্ণ নাথপ্রকাশক :কল্পতরু পাবলিশার্স১৯ কিউ, ঝিল রোডকলকাতা-৩১৪০০.০০ জীবনপথের অন্ধকার মুহূর্তে মহাপুরুষদের অন্তরের দিব্যজ্ঞানের আলো আমাদের পাথেয় হয়ে ওঠে। তাঁদের আদর্শ, চিন্তাধারা ও বাণী আমাদের প্রেরণা দেয়। এই ভাবনারই যথার্থ রূপায়ণ লক্ষ্য করা যায় জীবন কৃষ্ণ নাথের পশ্চিমের রবিরশ্মিতে মহাজীবনকথা গ্রন্থের মধ্যে। গ্রন্থের বহুমুখী উচ্চভাবনা জীবনের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করে, এর ভাব, ভাষা ও বিষয়বস্তু মনকে সজীব করে। বিষয়ের মধ্যে বৈচিত্র ও দুর্লভ কিছু ছবির সংকলনে গ্রন্থটির গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
