মাতঃ প্রণমি শ্রীপদে৷৷
মঙ্গল-কারিণী শিবা, ত্রাতা শম্ভু উমাপতি,
সিদ্ধিদাতা গণেশাদি আছেন যত দেবতা,
রবি গুরু যত গ্রহ, পুরন্দরাদি দিক্‌পতি

মাতঃ প্রণমি শ্রীপদে৷৷মঙ্গল-কারিণী শিবা, ত্রাতা শম্ভু উমাপতি,সিদ্ধিদাতা গণেশাদি আছেন যত দেবতা,রবি গুরু যত গ্রহ, পুরন্দরাদি দিক্‌পতি,পাশী পবন পাবক রাশি ঋক্ষ সবে তথা,—সদা করুন মঙ্গল॥ করুন, করুণা করি,উদ্বোধন-শিরোপরি—আশীর্ব্বচন বর্ষণ, শুভদৃষ্টির অর্পণ;—সত্যপথ সদাচার না করে যেন বৰ্জ্জন।সর্ব্বাঙ্গে করিয়া দিন সিদ্ধ কবচ ধারণ,দ্রুত উন্নতি কারণ।—হ’ক—স্বদেশ-ভূষণ৷। এস; অমোঘ নিৰ্ম্মাল্য ভক্তি সহ শিরে ধরিযাও,—উচ্চহৃদে বাঁধি পরহিতেরি কামনা।শুনরে, কভু ভুলনা,—সর্ব্বত্র সাধিবে সদা পরোপকার-সাধনা,যাবৎ জীবন আপন॥ স্বামী ত্রিগুণাতীতানন্দ (উদ্বোধন, ২য় বর্ষ, ১ম সংখ্যা)

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in