দরজা বন্ধ আছে বলে
মোমবাতি দেয়নি কেউ—
ফাঁকা চৌকাঠ।
দরজা বন্ধ আছে বলেমোমবাতি দেয়নি কেউ—ফাঁকা চৌকাঠ।পাশের বাড়িতে দীপাবলি।শীতের রাতে এই খুচরো দু-একটাদুঃখ—আগুন পেল কৈ?রাত্রির আলো জলের আকাঙ্ক্ষাত্যাগ করি তবে।সর্বজনীন সূর্য দিয়েইদীপাবলি হোক।সেও এক নিশ্চিত পরাভব।রাজি আছি।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in