দরজা বন্ধ আছে বলে
মোমবাতি দেয়নি কেউ—
ফাঁকা চৌকাঠ।
পাশের বাড়িতে দীপাবলি।
শীতের রাতে এই খুচরো দু-একটা
দুঃখ—
আগুন পেল কৈ?
রাত্রির আলো জলের আকাঙ্ক্ষা
ত্যাগ করি তবে।
সর্বজনীন সূর্য দিয়েই
দীপাবলি হোক।
সেও এক নিশ্চিত পরাভব।
রাজি আছি।