যখন ধুতির খুঁট দিয়ে তুমি মুছে দিতে পারো
যাবতীয় কান্না আর গ্লানি আর মিথ্যে অভিযোগ
স্বপ্ন যদি ছেয়ে যায় ভয় আর কচুরিপানায়
কেবল শরীর নয়, মন থেকে মনে ছোটে রোগ
‘সচল’ আমি’কে চাপা দিয়ে যত অহং ‘অচল’
আকাশ পর্যন্ত ঢেকে ফেলে কালো ত্রিপলে-ত্রিপলে
অন্তঃসারশূন্য সংলাপের ভিড়ে দমবন্ধ আমি
বাহারি গোলাপ থেকে ছুটে আসি চরণকমলে
বুড়ো আঙুলের মধ্যে বিশ্বকে ধারণ করো তুমি
সেখানে এখন আমি রেখে যাব সর্বস্ব আমার
‘আশার নেশা’র চাইতে বড় কিছু দিয়েছ হে প্রভু
দরিয়া অনন্ত হোক, জানি তুমি করে দেবে পার;
প্রশ্ন করব না আমি, চাইব না প্রশ্নের উত্তরও
আমাকে বিলুপ্ত করে, তোমার পায়ের ধুলো করো…