একটি কবিতা নির্মাণে ব্রতী হয়েছি যা হবে সত্য ও নিত্য।
এদিকে তুমি বললে—
তিনিই (অর্থাৎ তুমিই) একমাত্র সত্য ও নিত্য
বাকি সব অনিত্য।
তাহলে তোমাকেই তো কবিতা হয়ে উঠতে হয়
এ যে এক দুর্জ্ঞেয় নির্মাণ!
তোমাকে খুঁজতে তাই পাড়ি দিলাম সমগ্র চরাচর
স্রোতস্বিনী গিরিশ্রেণি গহন মেদিনী
ভূমার সকল স্তরে অনুধাবন করলাম তোমার প্রতিলিপি
কিন্তু কায়াতে তোমাকে যে পেলাম না!
এবার হবে মানুষের মাঝে তোমার অন্বেষণ।
যুদ্ধের হিংস্রতায় মাতার মমতায় যোগীর নির্লিপ্ততায়—
সবেতেই তুমি যদি সম্পৃক্ত থাক
তবে কবিতায় তোমাকে গড়তে
আমার মস্তিষ্ক হৃদয় ও হাতদুটি প্রসারিত হোক
অসীমের পরিধিতে॥