তুমি সত্যনিষ্ঠ ভারতবর্ষ সাহসী সাধক প্রাণ
তুমি ত্যাগের মন্ত্র বীর্য-বিত্ত জাগ্রত
তুমি সত্যনিষ্ঠ ভারতবর্ষ সাহসী সাধক প্রাণতুমি ত্যাগের মন্ত্র বীর্য-বিত্ত জাগ্রত জাতি-মান।তুমি চেতনা-লহর চির-অন্বেষী উন্নতশির যাত্রী,তুমি অমাকাল বুকে দিব্য-জ্যোতির রহস্যঘন রাত্রি। তুমি স্পর্ধাকঠিন বজ্র-নির্ঘোষ নর-নৃপ-মহারাজ,তুমি মুক্ত-তাপস তপোবন বায়ু গৈরিক গিরিসাজ।তুমি দুঃখ-চিন্ত বিবেক-সন্ত অনন্ত জ্ঞানবারি,তুমি ইন্দ্র অতিথি অবহেলে হও দুর্গম বনচারী। তুমি বিস্তৃত নভ উদার বিশ্ব নিঃস্ব যে নারায়ণ,তুমি নগ্নচরণ যুগ-হলধর তুমি জন-গণ-মন।তুমি স্বেদভেজা তনু শ্রমিকের মুখে অমলিন সেই হর্ষ,বিবেকানন্দ, সব প্রাণে আজও তুমিই ভারতবর্ষ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in