বৈচিত্রময় ভারতবর্ষে ভোগসর্বস্ব মানুষের জীবনযাপনে ক্রমশ বাড়ছে বিচ্ছিন্নতাবোধ,
তপোক্ষেত্র ভারতবর্ষসিদ্ধার্থকুমার দত্তপ্রকাশক : সূত্রধর৪৭/বি বোসপাড়া লেন, বাগবাজারকলকাতা-৩৩৭৫.০০ বৈচিত্রময় ভারতবর্ষে ভোগসর্বস্ব মানুষের জীবনযাপনে ক্রমশ বাড়ছে বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গতা, নিরাপত্তাহীনতা, অবসাদ। ধর্মকর্মের মধ্য দিয়ে আত্মিক উন্নতির বদলে আর্থিক উন্নতির দিকেই তার নজর অধিক। সিদ্ধার্থকুমার দত্ত তপোক্ষেত্র ভারতবর্ষ গ্রন্থে ধরতে চেয়েছেন সেই ‘ভারতের আধ্যাত্মিক ও বর্তমান সামাজিক পরিবর্তনের যোগসূত্র’কে। ভ্রমণকাহিনির ভাষ্যে তিনি বিস্তারিতভাবে তুলে এনেছেন তাঁর তীর্থযাত্রার অভিজ্ঞতাকে। ক্ষেত্রবিশেষে দেখিয়েছেন তীর্থস্থানের আর্থ-সামাজিক প্রেক্ষিত। তথ্যসমৃদ্ধ লেখনশৈলী দ্বারা ভারতের আধ্যাত্মিক পরিমণ্ডলটিকে পাঠক-মানসে জাগরিত করে দেওয়ার জন্য শ্রীদত্তকে কুরনিশ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in