তন্ত্র গৌড়ীয় সাধন-বিজ্ঞান। সময়ের সঙ্গে সঙ্গে এর উৎপত্তি, ক্রমবিকাশ ও বিবর্তন

তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্তমহামণ্ডলেশ্বর পরমহংস পরমাত্মানন্দজী মহারাজপ্রকাশক :অভয় বর্মণসংস্কৃত বুক ডিপো২৮/১, বিধান সরণীকলকাতা-৬৬০০.০০ তন্ত্র গৌড়ীয় সাধন-বিজ্ঞান। সময়ের সঙ্গে সঙ্গে এর উৎপত্তি, ক্রমবিকাশ ও বিবর্তন নিয়ে বিবিধ প্রশ্নের উত্থাপন হয়েছে। কৌতূহলী জিজ্ঞাসু ভক্তগণের এই সাধনতত্ত্ব বিষয়ে বিবিধ প্রশ্নের উত্তর দিতেই স্বামী পরমাত্মানন্দজী রচনা করেছেন তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত গ্রন্থটি। দুই মলাটের মধ্যে তুলে ধরেছেন তন্ত্রের এক সংক্ষিপ্ত ইতিহাসকে। পাঠকরা যাতে ‘শক্তি উপাসনার ব্যাপকত্ব’ অনুধাবন করতে পারেন, সেই উদ্দেশে ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে তন্ত্র-ঘরানার শৈলীটিকে অবিকৃত রেখেছেন লেখক। গবেষকের নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টিতে তিনি বিষয়ের মধ্যে বৈচিত্রকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আটটি অধ্যায়ে ভাগ করে লেখক প্রাগ্‌-বৈদিক যুগ থেকে মধ্যযুগীয় তন্ত্রসাহিত্য বা লোকায়ত শক্তি-উপাসনার ক্ষেত্রগুলিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা অভিনন্দনযোগ্য।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in